Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি’র শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহ্’র কবর জিয়ারত 
Monday August 3, 2020 , 4:30 pm
Print this E-mail this

ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়

বরিশালে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি’র শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহ্’র কবর জিয়ারত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ্’র স্ত্রী সাহান আরা আব্দুল্লাহ্’র কবর জিয়ারত করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ সোমবার (৩রা আগস্ট) দুপুরে বরিশাল মুসলিম কবরস্থানে পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের কবরের পাশে ফাতেহা পাঠ করে মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এ সময় শেখ ইনান সাংগাঠনিক সম্পাদক, আল ইমরান (শুভ) উপ কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ।রাশেদ ফেরদৌস আকাশ সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, আহসান হাবিব হাসান সহ-সভাপতি, ঢাকা মহানগর দক্ষিন, শিহাব উদ্দিন অন্তর সাবেক সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, মোঃ নিক্সন সজিব কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সহ অন্যরা উপস্থিত ছিলেন। শহীদ জননী সাহান আরা আব্দুল্লাহ্ ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদ জননী। তাঁর বড় ছেলে সুকান্ত আব্দুল্লাহ্-কে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নির্মমভাবে হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা। তিনি ওই রাতের যেমন প্রত্যক্ষদর্শী ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হয়েছিলেন। রাজনীতিবিদ ও সামাজিক ব্যক্তিত্ব হিসেবেও সাহান আরা আব্দুল্লাহর পরিচিত ছিল, তিনি বরিশাল জেলা মহিলা লীগের সহসভাপতি ও কেন্দ্রীয় মহিলা লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন