Current Bangladesh Time
শনিবার আগস্ট ২, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা 
Monday July 28, 2025 , 11:19 pm
Print this E-mail this

তাৎক্ষণিক ৫ হাজার টাকা জরিমানা, মুচলেকা আদায়

বরিশালে কুকুরকে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে একটি কুকুরকে গলায় ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে ও পিটিয়ে হত্যা করেছে একদল বখাটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (জুলাই ২৮) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, পথেঘাটে ঘুরে বেড়ানো একটি কুকুরকে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলিয়ে প্রকাশ্যে হত্যা করেছে স্থানীয় কিছু বখাটে। এই ঘটনার ভিডিও করে স্থানীয় মোজাম্মেল হোসেন মোহন নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এরপর বিষয়টি ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা প্রকাশ করেছেন মানবিক মানুষরা। পরে বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রাণিসম্পদ কর্মকর্তাদের জানান স্থানীয়রা। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযুক্তদের অভিযান চালিয়ে খুঁজে বের করা হয়েছে। এর মধ্যে খোকন হাওলাদার নামে একজনকে তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্যরা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নেওয়া হয়।




Archives
Image
কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
Image
বরিশালের আকাশে আবারও উড়তে যাচ্ছে রাষ্ট্রীয় বিমান
Image
হাসিনাকে দেশে ফেরাতে ঢাকায় আ.লীগের ক্যাডারদের প্রশিক্ষণ
Image
বরিশালে নববধূকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণের অভিযোগ
Image
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা, আহত ২