Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ৩:২১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে করোনা ইউনিটে ভর্তির এক ঘন্টার ব্যবধানে এক ব্যক্তির মৃত্যু 
Thursday May 7, 2020 , 3:43 pm
Print this E-mail this

সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত:বিভাগ ও বহি:বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে

বরিশালে করোনা ইউনিটে ভর্তির এক ঘন্টার ব্যবধানে এক ব্যক্তির মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫১ বছর বয়সী এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার রাত ৯টার দিকে ভর্তির এক ঘণ্টা পর মারা যান তিনি। মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার মিয়াজানপুর এলাকায়। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন বরেন, বুধবার রাত ৯টার দিকে ওই রোগীকে মুমূর্ষ অবস্থায় তাঁর স্বজনরা মেডিকেলে নিয়ে আসলে করোনার উপসর্গ থাকায় তাঁকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির এক ঘন্টার ব্যবধানে তাঁর মৃত্যু হয়। ভর্তির সময় ওই রোগীর জ্ঞান ছিল না। রোগীর স্বজনদের উদ্বৃতি দিয়ে পরিচালক বলেন, বেশ কিছুদিন ধরে ওই রোগী জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। সকালের পর থেকে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলো কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্সের শরীরে করোনা শনাক্ত হওয়ায় বুধবার বিকেল থেকে স্বাস্থ্য কমপ্লেরে আন্ত:বিভাগ ও বহিঃবিভাগ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে, ওই নার্সের বাসার আশেপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সায়্যিদ আমরুল্লাহ বলেন, করোনার উপসর্গ দেখা দেয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র এক স্টাফ নার্স (৪৫) এর নমুনা পরীক্ষার জন্য গত ৪ মে শের-ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সর্তকর্তামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ত:বিভাগ ও বহি:বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে। তবে জরুরী বিভাগ চালু রাখা হয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ