Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৯, ২০২৫ ১১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কনের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে তুলে আনলেন বর 
Friday March 17, 2023 , 11:21 pm
Print this E-mail this

জামাতা মেয়ের ইচ্ছাপূরণ করায় আমি খুব খুশি হয়েছি – কনের বাবা

বরিশালে কনের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে তুলে আনলেন বর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে হেলিকপ্টারে তুলে নিয়ে কনের ইচ্ছাপূরণ করলেন বর। বিয়ের পর গৌরনদী থেকে বর কনেকে (ডাক্তার নবদম্পতি) নিয়ে হেলিকপ্টার যোগে খুলনার নিজ বাড়িতে ফিরলেন। হেলিকপ্টারে চড়ে বর কনেকে (ডা: নবদম্পতি) নিয়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য হাজারো উৎসুক জনতা বৃহস্পতিবার (মার্চ ১৬) বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভিড় জমান। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকার ব্যবসায়ী নিজামউদ্দিন ভূইয়ার মেয়ে মেডিকেল কলেজছাত্রী শান্তা ইসলামের সঙ্গে খুলনা নগরীর ফুলতলার দামোদর উত্তরপাড়া এলাকার কলেজ শিক্ষক শেখ দ্বীন মোহাম্মদের ছেলে ডা: শেখ তাওহীদ ইসলামের সামাজিকভাবে বিয়ে হয়। বর তাওহীদ ইসলাম বাগেরহাট জেলার শরনখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। বরের মা কলেজশিক্ষিকা সেলিনা খাতুন ও সহোদর ছোট ভাই শেখ সৌরভ। কনে ঢাকা মহানগরীর এম.এইচ শমরিতা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। কনের মা গৃহিণী আকলিমা আক্তার ও সহোদর ভাই আলিফ ইসলাম (১৭), আবির ইসলাম (১২), রোহান ইসলাম (৬)। কনের বাবা টরকী বন্দরের ব্যবসায়ী নিজামউদ্দিন ভূইয়া বলেন, আমার মেয়ে মেডিকেল কলেজছাত্রী শান্তা ইসলামের বিয়ে দিন ঠিক করার সময় আমার মেয়ে (কনে) নবজামাতা ডা: তাওহীদ ইসলামের (বর) কাছে  হেলিকপ্টার যোগে তুলে নেওয়ার ইচ্ছাপূরণের আবদার করেছিল। সড়ক পথে বরের সঙ্গে ৬০ বরযাত্রী আমার (কনে) বাড়িতে আসেন। বরযাত্রীসহ আমার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ ৬০০ লোককে মেহমানদারি করানো হয়। বিয়ের অনুষ্ঠান শেষে বর, তাওহীদ, কনে শান্তা ও কনের ভাই আলিফ ইসলাম, বরের ভাই শেখ সৌরভকে নিয়ে হেলিকপ্টার সরকারি গৌরনদী কলেজ মাঠ থেকে বিকেল সাড়ে ৪টার দিকে উড়াল দিয়ে চলে যায়। আমার নবজামাতা ডা: শেখ তাওহীদ মেয়ের (কনে) ইচ্ছাপূরণের জন্য বিয়ের দিনে মেয়েকে (কনে) হেলিকপ্টারে তুলে নিয়ে যায়। জামাতা মেয়ের ইচ্ছাপূরণ করায় আমি খুব খুশি হয়েছি। গৌরনদী থানার এএসআই মো: জসিম মিয়া বলেন, ঢাকা থেকে পাইলট ক্যাপ্টেন মো: তাজউদ্দিন হেলিকপ্টারটি নিয়ে বিকেল ৩টা ২০ মিনিটে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। বিয়ের অনুষ্ঠান শেষে বর ডা: শেখ তাওহীদ ইসলাম, কনে মেডিকেলছাত্রী শান্তা ইসলাম, কনের ভাই আলিফ ইসলাম, বরের ভাই শেখ সৌরভকে নিয়ে পাইলট ক্যাপ্টন মো: তাজউদ্দিন বিকেল ৪টা ২৫মিনিটে খুলনার উদ্দেশে হেলিকপ্টার উড়াল দেয়।




Archives
Image
সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
Image
বরিশালে সড়কের পাশে থাকা বাসে আগুন
Image
যুবদল নেতা কিবরিয়াকে হত্যা : বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
Image
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণে সংঘর্ষ : বরিশালে ছুরিকাঘাতে ছাত্রদল নেতার মৃত্যু
Image
মৃত্যুদণ্ডের রায় শুনে যা বললেন শেখ হাসিনা