Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ৯, ২০২৪ ১:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে একটি সেতুর দাবীতে চার ইউনিয়নের বাসিন্দাদের মানববন্ধন 
Tuesday March 5, 2024 , 9:29 pm
Print this E-mail this

কড়াইতলা নদী দিয়ে খেয়া পার হয় চারটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দারা

বরিশালে একটি সেতুর দাবীতে চার ইউনিয়নের বাসিন্দাদের মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার কড়াইতলা নদী দিয়ে খেয়া পার হয় চারটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দারা। ছোট্ট নৌকায় পারাপারের ফলে প্রায়ই ঘটে ছোট বড় দুর্ঘটনা। সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া, চরমোনাই ও মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এবং চর গোপালপুর ইউনিয়নের বাসিন্দাদের এমন দূর্ভোগ স্বাধীনতার আগে থেকে চললেও দীর্ঘ বছরেও একটি সেতু পায়নি তারা। এমন দূর্ভোগের হাত থেকে রক্ষায় গত বছর স্থানীয় সামছুল আলম মাষ্টারের উদ্যোগে নির্মাণ করা হয় একটি কাছের ব্রিজ। যার নাম দেয়া হয় মাষ্টার ব্রিজ, বর্তমানে সেটির অবস্থাও নরবরে। তাই স্থায়ী একটি সেতু নির্মাণের দাবীতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাষ্টার ব্রিজে মাননববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলাম সোহাগ, সংরক্ষিত নারী সদস্য হিরন বেগম, সমাজসেবক সামছুল আলম মাষ্টার সহ বরিশাল সদর ও মেহেন্দিগঞ্জ উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশত মানুষ অংশ নেয়। এসময় তারা তাদের দীর্ঘবছরের ভোগান্তি লাঘবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের কাছে একটি সেতু নির্মাণের দাবী জানান। সমাজসেবক সামছুল আলম মাষ্টার বলেন, দীর্ঘবছর ধরে আমরা অবহেলিত, অনেকে আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা একটি সেতু এখনও পায় নি এর পরে স্থানীয়দের সহযোগিতায় আমি এক কাঠের সেতু তৈরি করি। এখন আমরা এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবী জানাই। ইউপি সদস্য তরিকুল ইসলাম সোহাগ বলেন, আমরা অবহেলিত অঞ্চলে বসবাস করি, আমাদের চার ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র চলাচলের মাধ্যম এই নদীপথ। বর্ষাকালে আমাদের অবস্থা শোচনীয় হয়ে যায়, মা-বোনেরা এবং স্কুলের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির কাছে জোর দাবী জানাচ্ছি এখানে একটি সেতু নির্মাণের জন্য।টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান নাদিরা রহমান বলেন, এখানে একটি সেতু নির্মাণ করা এখন খুবই জরুরী। সেতুটি সাহেবের হাটের দিকে মুখ করে হলে সবচেয়ে বেশি ভালো হয় তারপরও চার ইউনিয়নের সাধারন মানুষের বেশি উপকার হয় এমন একটি স্থানে দ্রুত সেতুটি বাস্তবায়নের দাবী জানাচ্ছি।




Archives
Image
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বরিশাল সদরে ভোট সম্পন্ন
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি