|
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৩০ পিস ইয়াবাসহ শামীম হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (জানুয়ারি ১৮) দুপুরে নগরীর পোর্টরোডস্থ হোটেল সী প্যালেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম হাওলাদার নগরীর ১৭নং ওয়ার্ডস্থ ফকির বাড়ি রোড এলাকার মো: শাহিন হাওলাদারের ছেলে। পুলিশ জানায়-রবিবার দুপুরে নগরীর পোর্টরোড এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালায় মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় শামীমকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শামীম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, শাহিন হাওলাদার নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Post Views: ০
|