Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম 
Monday July 14, 2025 , 6:01 pm
Print this E-mail this

বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী সংসদ নির্বাচনের জন্য বরিশালের ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর মধ্যে দুটি আসনে লড়বেন দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম। রোববার (জুলাই ১৩) রাতে দলটির বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শরিফ মুহা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে (শায়েখে চরমোনাই) বরিশাল-৫ (সদর) ও বাকেরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ৬ নম্বর আসনে এবং দলের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছাহাক মুহাম্মদ আবুল খায়েরকে বরিশাল-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া বরিশাল-১ আসনে মুহাম্মদ রাসেল সরদার মেহেদী, বরিশাল-২ আসনে সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ নেসার উদ্দীন এবং বরিশাল-৩ আসনে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভাইস প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। দলীয় মনোনয়ন চুড়ান্ত করতে দলটি গত কয়েক মাস যাবৎ বরিশালের সবগুলো উপজেলা সদরে দলীয় প্রতিনিধি সভা করেছে। দলটির একাধিক সূত্র জানিয়েছে, সভা-সমাবেশে দলের মাঠকর্মীদের মনোভাব মূল্যায়ন করেই বরিশালের ৬টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করা হয়েছে। বরিশাল-৫ (সদর) আসনটিতে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের মনোনয়ন আগে থেকেই নিশ্চিত ছিল। তিনি এই আসনে আগেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড