Current Bangladesh Time
সোমবার নভেম্বর ৩, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অটোরিক্সা ও টেম্পু থেকে চাঁদাবাজির নতুন সংগঠন 
Thursday December 27, 2018 , 1:55 pm
Print this E-mail this

গ্যাস চালিত প্রতিটি অটো টেম্পো, সিএনজি ও রিক্সা থেকে ৪’শ টাকা করে আদায় করে নিচ্ছে ওই সংগঠনের কথিত নেতারা

বরিশালে অটোরিক্সা ও টেম্পু থেকে চাঁদাবাজির নতুন সংগঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অটোরিক্সা ও অটো টেম্পু মালিকদের কাছে থেকে অর্থ লুটে নিতে নগরীতে নতুন গজিয়ে উঠেছে আরো একটি সংগঠন। বরিশাল মেট্রোপলিটন গ্যাস চালিত অটো টেম্পো/পিসএনজি/রিক্সা মালিক কল্যাণ ফান্ড নামের সংগঠনের নামে এরই মধ্যে শুরু করেছে তাদের রমরমা চাঁদাবাজী। গ্যাস চালিত প্রতিটি অটো টেম্পো, সিএনজি ও রিক্সা থেকে ৪’শ টাকা করে আদায় করে নিচ্ছে ওই সংগঠনের কথিত নেতারা। যা আদায়ের দায়িত্বে আছেন এলপি গ্যাস চালিত সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ জমাদ্দার। অবশ্য এই চাঁদাবাজীর সাথে ট্রাফিক বিভাগের একজন টিআই ও কয়েকজন শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্যাস চালিত অটো টেম্পো ও সিএনজি চালকরা জানান, ইতিপূর্বে বিভিন্ন মালিক ও শ্রমিক সংগঠনের নাম করে কতিপয় ব্যক্তি চাঁদাবাজী করে আসছে। এর মধ্যে নতুন করে বরিশাল মেট্রোপলিটন গ্যাস চালিত অটো টেম্পো/পিসএনজি/রিক্সা মালিক কল্যাণ ফান্ড নামের আরেকটি কথিত সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিটি গাড়ি থেকে সংগঠনের নামে এক মাসের জন্য ৪শ টাকা করে চাঁদা আদায় করছে শ্রমিক নেতা সবুজ জমাদ্দার। বিনিময় তিনি একটি করে স্টিকার দিচ্ছে। যে স্টিকারে লেখা রয়েছে “বরিশাল মেট্রোপলিটন গ্যাস চালিত অটো টেম্পো/পিসএনজি/ রিক্সা মালিক কল্যাণ ফান্ড”-এর নাম। এরই মধ্যে প্রায় আড়াইশ’র মত গাড়ি আটকিয়ে চারশত টাকা করে চাঁদা আদায় করে জানুয়ারী মাসের জন্য একটি করে স্টিকার দিয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে, এলপি গ্যাস চালিত সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ জমাদ্দারের নেতৃত্বে ভূয়া সংগঠনের নামে চাঁদাবাজী চললেও এর সাথে একজন ট্রাফিক ইন্সপেক্টর এবং কয়েকজন শ্রমিক লীগ নেতার সম্পৃক্ততা রয়েছে, যারা ভূয়া সংগঠনের নামে শ্রমিকদের জিম্মি করে আদায় হওয়া টাকার ভাগ বাটোয়ারা পাচ্ছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এলপি গ্যাস চালিত সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ জমাদ্দার বলেন, আমরা শ্রমিক সংগঠনের লোক। গ্যাস চালিত অটো টেম্পো/ পিসএনজি/রিক্সা মালিক কল্যাণ ফান্ড নামের ওই সংগঠনের কেউ চাঁদা তুললেও তার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তাছাড়া এটা কারা করছে তাও জানেন না বলে তার দাবী।




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ