Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৮:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৮ টি পরিবারকে সহায়তা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 
Thursday March 5, 2020 , 8:39 pm
Print this E-mail this

প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে উপজেলা কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা প্রণয়ন করেন

বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৮ টি পরিবারকে সহায়তা দিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক : বরিশালে সাম্প্রতিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্তত ২৮ টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নবগ্রাম রোডে বাসায় প্রতিমন্ত্রী প্রত্যেক পরিবারের সদস্যর হাতে নগদ অর্থ, ঢেউটিন, চাল ও শাড়ি কাপড় তুলে দেন। এসময় বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোশারেফ হোসেন উপস্থিত ছিলেন। সম্প্রতি শহরের বটতলা বাজার এলাকার একটি কলোনীতে আগুনে পুড়ে যায় ১৭টি বসতঘর। এছাড়া শহরের আরও বিভিন্ন স্থানসহ সদর উপজেলায় আরও ১১ টি ঘরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়। প্রতিমন্ত্রীর নির্দেশনার আলোকে উপজেলা কর্মকর্তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একটি তালিকা প্রণয়ন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র জানায়, প্রতিটি ঘর মালিককে সরকারি বরাদ্দে দুই বান ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে দেন প্রতিমন্ত্রী। এছাড়া ওইসব ঘরের ভাড়াটিয়াদের নগদ ৬ হাজার টাকা, ত্রিশ কেজি চাল ও শাড়ি কাপড় দেন। ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানান, সরকারি বরাদ্দের বাইরেও বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা করে দিয়েছেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ