Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাবুগঞ্জ বাজারে আগুনে পুড়ল দোকান ও বসতঘর 
Sunday September 25, 2022 , 12:18 pm
Print this E-mail this

ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত

বরিশালের বাবুগঞ্জ বাজারে আগুনে পুড়ল দোকান ও বসতঘর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলা সদর বাজারে অগ্নিকাণ্ডে ৫টি দোকানের সঙ্গে পুড়েছে ১টি বসতঘরও। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয় আরও দুটি দোকানঘর। রোববার (সেপ্টেম্বর ২৫) ভোরে দিকে এ আগুন লাগে।স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলা সদর বাজারের একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে ধোয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পরে বাজারের লিটু খানের বসতঘরসহ আব্দুল কাদেরের ‘হিজবুল্লাহ টেইলার্স অ্যান্ড ক্লোথ স্টোর্স’, কাইয়ুম শরীফের মোবাইল সার্ভিসিংয়ের দোকান, লিটু হাওলাদারের চালের দোকান, মৃধা আইসক্রিম ঘর ও আজিজ মিয়ার বেডিং স্টোরে। আগুনে এসব দোকানের সঙ্গে বসতঘরটিও পুড়ে যায়। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাবুগঞ্জের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: আ. মোতালেব সরদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১টি বসত ঘর ও ৫টি দোকানঘর পুড়ে যায়। পাশাপাশি আগুন নেভাতে গিয়ে আরও দুটি দোকানঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বাজার ও এর আশপাশে আগুন নেভানোর কাজে সহায়ক কোনো কিছু না থাকায় স্বল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে রাস্তাঘাট সরু হওয়ায় ফায়ার সার্ভিসের যানবাহন বাজারের ভেতরে প্রবেশ করতে পারেনি।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন