Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা 
Tuesday September 6, 2022 , 7:40 pm
Print this E-mail this

উপজেলা এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকাই বড়-উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা

বরিশালের বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা তাদের কর্মস্থলের ছোট-বড় সকল সমস্যা জানেন। উপজেলা এগিয়ে নিতে সাংবাদিকরা বড় ভূমিকা পালন করেন। আশা করি এখানকার সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সকল কাজে নিজ দায়িত্বে অংশগ্রহণ করে সহযোগীতা করবেন। সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার সকল সমস্যা সমাধানের কাজ করবে প্রশাসন। তিনি এসময় সাংবাদিকদের তথ্য প্রকাশের পূর্বে যাচাই-বাছাই (ভেরিফাইড) করে নেওয়ার আহবান জানান’। মঙ্গলবার (সেপ্টেম্বর ৬) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমার সাথে বাবুগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না, রিপোটার্স ইউনিটির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব’র সহ সভাপতি আক্তার হোসেন খোকা, সাইফুল রহিম, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য আক্তার হোসেন, আল আমিন, সাংবাদিক রোকন মিয়া, সাংবাদিক রুবেল সরদার, কাওসার আহমেদ মুন্না, শাহিন মাহমুদ, সাদাত সিকদার, মহিউদ্দিন খান রানা প্রমুখ।




Archives
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
বরগুনার আমতলীতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক
Image
বরিশালের গৌরনদীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ : ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
Image
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা : এসএম জাকির হোসেন