Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১২, ২০২৫ ৬:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালের বাকেরগঞ্জে বহিরাগত ভূমিদস্যুদের তাণ্ডবে সর্বস্বান্ত এক কৃষক 
Sunday August 16, 2020 , 6:20 am
Print this E-mail this

অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না-মোঃ আবুল কালাম

বরিশালের বাকেরগঞ্জে বহিরাগত ভূমিদস্যুদের তাণ্ডবে সর্বস্বান্ত এক কৃষক


মো: বশির আহাম্মেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ২ নং চরাদি ইউপির ছাগলদি গ্রামের ৯৭ নং মৌজা এস এ খতিয়ান ৭১২ নং দাগের হাল ১৭২ দাগ সহ বারোটি দাগের ৩ একর ৫০ শতক। জমিতে কয়েক লক্ষ টাকা খরচ করে মাছের ঘের তৈরি করেন। বারেক মল্লিকের পুত্র কৃষক নাছির মল্লিক এতে ঈর্ষান্বিত হয়ে জবর দখলের চেষ্টায় সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায় পার্শ্ববর্তী নলছিটি উপজেলার কয়া গ্রামের মৃত্যু আদম আলী হাওলাদারের পুত্র ভূমিদস্যু ও নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক ও তার সন্ত্রাসী বাহিনী। এ সময় তারা কৃষক নাছির মল্লিকের তিনটি মাছের ঘের কেটে জোয়ারের পানির সাথে মিশিয়ে দেন। তার ঘেরে চাষ করা মাছ জোয়ারের পানিতে চলে যায়। এ বিষয়ে নাছির মল্লিক জানান, বৃৃৃহস্পতিবাার (৬ আগস্ট) আনুমানিক দুপুর ১:৩০ এ সন্ত্রাসী ফারুক সহ ২০/২৫ জনের সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমার সম্পত্তিতে জবর দখলের চেষ্টায় হামলা চালায়। এতে আমি বাধা দিলে আমাকে সন্ত্রাসিরা ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে তারা ঘেরের ভিতরে প্রবেশ করে ঘেরে রোপনকৃত ফলজ বৃক্ষ আম ১০০টি, রেন্ডি ১৫০, আকাশমনি ৪৫ সব্রি ও সাগর কলা ৫০ টি, ফলন্ত পেঁপে ৪০০ শত, লাউ গাছ ২০০, মিষ্টি কুমড়া ১৫০, মালটা ১২০, লেবু ১২৫, পেয়ারা ২০, করোল্লা ১৬০, ঝিঙ্গা ১১৮, রেহা ১২০, বোম্বাই মরিচ ১০০, শসা ১৪০, ধুন্দল ৯০টি গাছ কেটে ফেলে রেখে যায়। এতে করে আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সন্ত্রাসীদের বিপক্ষে আমি বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে চরামদ্দি ফাঁড়ির দায়িত্বরত অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। চরামদ্দি ফাঁড়ির ইনচার্জ এস আই ইকবাল হোসেন জানান ওসি মহোদয়ের নির্দেশক্রমে ঘটনাস্থলে গিয়ে ঘেরের সকল গাছ কাটা অবস্থায় পেয়েছি তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি জানান, ভূমিদস্যুদের সন্ত্রাসী কার্যকলাপে আজ আমাকে সর্বস্বান্ত করে দিল। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী