Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 
Wednesday November 9, 2022 , 9:10 pm
Print this E-mail this

৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র, আদালতে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ

বরিশালের গৌরনদীতে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী উপজেলার শামীম হত্যা মামলায় সহোদর দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার আরও তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস দেওয়া হয়েছে মামলার অপর চার আসামিকে। বুধবার (নভেম্বর ৯) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুন্যালের বিচারক টিএম মুসা। ওই ট্রাইব্যুালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, আপন দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর তিন আসামির একজনকে দুই বছর ও অপর দু’জনকে এক বছর করে কারাদণ্ড এক একহাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন দণ্ডিতরা হলো-গৌরনদী উপজেলার দক্ষিন বাউরগাতি এলাকার সোবাহান তালুকদারের ছেলে জুয়েল তালুকদার (২৫) ও সাদ্দাম তালুকদার (২৮)। রায় ঘোষণার সময় জুয়েল পলাতক ছিল। দুই বছরের দণ্ডিত জুয়েল বেপারী (২৬) দক্ষিণ বাউরগাতি এলাকার মৃত খলিল বেপারীর ছেলে। একবছরের দণ্ডিতরা হলো-একই এলাকার নির্বাষা হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন লিটন হাওলাদার (২০) ও শাহজাহান তালুকদারের ছেলে ছাহেদ তালুকদার (২৮)। খালাসপ্রাপ্তরা হলেন-ডালিম ফকির, হান্নান মোল্লা, রাসেল ঘরামী ও রাবেয়া খাতুন। রায় ঘোষণার সময় রাসেল ঘরামী পলাতক ছিলো। মামলার বরাতে অ্যাডভোকেট লস্কর নুরুল হক জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০১১ সালের ১ মে আসামিরা শামীমকে হত্যা করে একটি পানের বরজে ফেলে রাখে। তিন দিন পর ৪ মে ওই উপজেলার আনন্দপুর গ্রামের পান বরজ থেকে শামীমের লাশ উদ্ধার হয়। একই দিন আকতার বেপারী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক সাইদুর রহমান ওই ৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দিয়েছেন।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ