Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গুলিবিদ্ধ ছাত্রদল নেতাকে ঢাকায় প্রেরণ 
Tuesday August 27, 2024 , 4:41 pm
Print this E-mail this

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আহত

বরিশালের গুলিবিদ্ধ ছাত্রদল নেতাকে ঢাকায় প্রেরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বরিশাল নগরীতে পুলিশের গুলিতে আহত হয়ে টানা ২২দিন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রদল নেতা মেহেদী হাসান (২২)। অর্থাভাবে তার উন্নত চিকিৎসা হচ্ছিলো না। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেদীর উন্নত চিকিৎসার জন্য অতীতের ন্যায় ছুঁটে এসেছেন মহানগর বিএনপি সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর জাহিদ। মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য গুরুত্বর আহত মেহেদী হাসানকে ঢাকার চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে সোমবার (২৬ আগস্ট) দিবাগত রাতে লঞ্চযোগে আহত মেহেদী হাসানকে ঢাকায় প্রেরণ করা হয়। মীর জাহিদুল কবীর জাহিদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মেহেদী হাসানের উন্নত চিকিৎসার সকল ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছি। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট নগরীর করিম কুটির এলাকায় মিছিলের উপর পুলিশের গুলিবর্ষণে ছাত্রদল নেতা মেহেদী হাসানের শরীরে একাধিক গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মেহেদীর শরীর ও মাথায় একাধিকবার অস্ত্রপাঁচার করে সাতটি গুলি বের করা হলেও তারা চোখের মনিতে বিদ্ধ গুলিটি বের করা সম্ভব হয়নি। শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য মেহেদীর পরিবারকে পরামর্শ দিলেও অর্থাভাবে তার (মেহেদী) চিকিৎসা হচ্ছিলো না।




Archives
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা
Image
পুলিশের ৯ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
Image
আল্টিমেটামে বরিশাল শেবাচিম হাসপাতালের ইতিবাচক পরিবর্তন, সন্তুষ্ট আন্দোলনকারীরা
Image
আসন্ন দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন পেল ৩৭ প্রতিষ্ঠান
Image
বরিশালে পুলিশের অভিযান, ১১ কেজি গাঁজাসহ আটক ২