Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় যৌন হয়রানী : এক স্কুল ছাত্রীর আত্মহত্যা, আটক ১ 
Monday July 5, 2021 , 3:40 pm
Print this E-mail this

অভিযুক্ত বাড়ীর মালিকের ছেলে ২ সন্তানের জনক জামালকে আটক করে পুলিশে সোপর্দ

বরগুনায় যৌন হয়রানী : এক স্কুল ছাত্রীর আত্মহত্যা, আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার কলেজ সড়ক খামারবাড়ি এলাকায় স্থানীয় বাড়ীর মালিকের বখাটে ছেলের যৌন হয়রানী ও মিথ্যা বদনাম সহ্য করতে না পেরে সামিয়া নামের ৮ ম শ্রেনীর এক শিক্ষার্থী মা’কে চিঠি লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (জুলাই ৫) সকাল ৮টার দিকে বাসার বাথরুম গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্বার করা হয়। এলাকাবাসী অভিযুক্ত বাড়ীর মালিকের ছেলে ২ সন্তানের জনক জামাল (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করে। সামিয়ার পরিবার ও এলাকাবাসীর সুত্রে জানা যায়, সামিয়ার বাবার সাথ মায়ের বিবাহ বিচ্ছেদ হলে ৫-৬ মাস পূর্বে দ্বিতীয় স্বামী ও মেয়েকে নিয়ে কলেজের উত্তর পাশে খামার বাড়ীর সামনে আবুল বাশার নামের জনৈক ব্যাক্তির বাসা ভাড়া নেয়। পাশে এক বাসায় আবুল বাশারের ছেলে জামাল স্রী ও দুসন্তান নিয়ে বসবাস করছে। স্থানীয়রা জানায়, জামাল প্রায়ই সামিয়া বাথরুমে গোসলে গেলে, উকি দিয়ে দেখতো এবং অশ্লীল ইঙ্গিত করতো। বিষয়টি সামিয়া তার মা’কে এবং জামালের স্রীকে জানায়। এলাকার অনেকেই বিষয়টি জেনে যায়। জামাল বাহিরে দেখলেই অশ্লীল মন্তব্য ও ইঙ্গিত করতো। উল্টো জামাল সামিয়ার বিরুদ্বে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয়। দুদিন পূর্বে জামাল অশ্লীল মন্তব্য করলে সামিয়ার মা, মোবাইলে জামালের বাবাকে জানায়। সামিয়ার মা, সুমি আক্তার সাংবাদিকদের জানায়, শনিবার বাথরুমে সামিয়া গোসলকরার সময় জামাল উকি দিয়ে দেখলে সামিরা পানি ছুড়ে মারে। এতে ক্ষিপ্ত হয়ে জামাল অশ্লীল গালি দেয়।আত্মহত্যার আগে সামিয়া তাঁর মাকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে উল্লেখ করে, ‘‘মা আমার নামে তারা যে বদনান উঠিয়েছে তাতে আমি এই পৃথিবীতে থাকতে পারি না। আমি একটি খারাপ মেয়ে, আমি নাকি খুব খারাপ। মা, তুমি ভালো থেক। আমাকে কেউ, বিশ্বাস করে না, তুমি ছাড়া। ইতি, তোমার, সামিরা।’’ বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা মনে হচ্ছে। এলাকাবাসী উত্তাক্ত্যকারী একজনকে পুলিশে সোপর্দ করেছে। তদন্ত করে আত্মহত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস