Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ১৪, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ 
Thursday November 13, 2025 , 8:51 pm
Print this E-mail this

কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এ বিষয়ে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে : ওসি

বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (নভেম্বর ১২) রাত ১২টার পরে বরগুনার সার্কিট হাউস মাঠের উত্তর পূর্ব কোণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি হাতে পেট্রোল বোমা নিয়ে স্মৃতিস্তম্ভের সামনে আসে।

তাদের একজন বোমায় আগুন জ্বালিয়ে স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এসময় ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দে’ পরে আরেকজন বলে, ‘চল চল’ এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার ভিডিওটি বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। সেখানে তিনি বরগুনা সার্কিট হাউসের সামনে জুলাই স্তম্ভে আগুন দেওয়া হয়েছে দাবি করেন।এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টার দিকে ঘটনাস্থলে আসি। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ বিষয়ে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়াও বরগুনা সদর থানা পুলিশ যেকোনো ধরণের নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।




Archives
Image
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : ব্রিটিশ মন্ত্রীকে ড. ইউনূস :
Image
বিশ্ব জাদুমঞ্চে বাংলাদেশের জাদুশিল্পী প্রিন্স হারুন
Image
বরিশালে নতুন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নিয়োগ
Image
বরগুনায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পেট্রল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ
Image
প্রেমের বিয়ের ৮মাস : বরিশাল মর্গে পড়ে আছে রিয়ার লাশ!