প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
Wednesday June 10, 2020 , 4:12 pm
বরগুনা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক মো: হারুন-অর-রশিদের নেতৃত্বে অভিযান
বরগুনার আমতলীতে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার আমতলী উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে দুই কেজি গাঁজা নিয়ে দুই কিশোর মাদক কারবারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পরে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা শাখা (ডিবি) পরিদর্শক মো: হারুন-অর-রশিদের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় উপজেলার খুড়িয়ার খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। আটকৃতরা হলেন, সিলেটের সুনামগঞ্জ জেলার মোহনপুর গ্রামের রহিমুদ্দিনের পুত্র কিশোর মাদক কারবারি মো: সুমন আহমেদ (১৬) ও একই এলাকার মঞ্জুর আলীর পুত্র জোবায়ের আহমেদ ওরফে মো: রনি আহমেদ (১৫) এবং আমতলী চলাভাঙ্গা গ্রামের আ: মন্নান হাওলাদারের পুত্র মো: মিজানুর রহমানকে (৩২) দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশের পরিদর্শক মো: হারুন-অর-রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমার একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় দুই কেজি গাঁজাসহ দুই কিশোর কারবারি ও এক যুবককে আটক করা হয়েছে। এরা কলাপাড়ার মাদক চালান করতেছিলো। আটককৃতদের আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো: শাহআলম বলেন, আটককৃত কিশোর মাদক কারবারিদের বিরুদ্ধে আমতলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।