Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৫:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ববি শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের সচেতনতামূলক মতবিনিময় সভা 
Monday August 29, 2022 , 3:47 pm
Print this E-mail this

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন

ববি শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের সচেতনতামূলক মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে সোমবার (আগস্ট ২৯) সকাল ১১ টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন, পুলিশ কমিশনার বিএমপি মো: সাইফুল ইসলাম, বিপিএম-বার।

পুলিশ কমিশনার বিএমপি মো: সাইফুল ইসলাম

এ সময় তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়। উল্লেখ্য যে, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম। এ সময় আরো উপস্থিত ছিলেন-উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয় জনাব ড. মো: ছাদেকুল আরেফিন, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে: আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে: ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস/প্রসিকিউশন রাসেল, পিপিএম-সেবাসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন