Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ৫:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বই নিতে শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক 
Sunday January 2, 2022 , 1:16 pm
Print this E-mail this

ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি

বই নিতে শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বগুড়ার শিবগঞ্জে শহীদ মিনারের বেদির ওপর মঞ্চ বানিয়ে বই বিতরণ করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। শুধু তাই নয়, রীতিমতো জুতা, সেন্ডেল পায়ে দিয়ে শহীদ বেদির ওপর বই বিতরণ করেছেন তারা। শনিবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহলে। ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যায়, বিদ্যালয়ের একটি টেবিল শহীদ মিনারের বেদিতে রেখে তার ওপর বিতরণের জন্য নতুন বই জমা করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় কয়েকজন অভিভাবকও জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আছেন। রোববার সকালে হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার তিনি তার ভুল স্বীকার করে বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠা ঠিক হয়নি। আমরা বুঝতে পারিনি এটা এতো দূর গড়াবে। আর কখনো এমনটা ঘটবে না। তিনি আরো জানান, প্রথমে কিছু বই ভুল করে শহীদ মিনারে দাঁড়িয়ে বিতরণ করা হলেও পরে বেদি থেকে নিচে নেমে শিক্ষার্থীদের হাতে বই দেওয়া হয়েছে। এ বিষয়ে বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ মিনারে জুতা পায়ে উঠে বই বিতরণ করে তারা অন্যায় করেছেন।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার