Current Bangladesh Time
শুক্রবার এপ্রিল ২৬, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেলে যাওয়া টাকা মাইকিং করে ফেরত দিলেন সাতক্ষীরার এক চা বিক্রেতা 
Sunday November 14, 2021 , 9:02 pm
Print this E-mail this

চা বিক্রেতা ইউনুচের এই সততা শ্রেণি ও সব বয়সী মানুষের কাছে প্রশংসিত

ফেলে যাওয়া টাকা মাইকিং করে ফেরত দিলেন সাতক্ষীরার এক চা বিক্রেতা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গরু ব্যবসায়ীর ফেলে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে ফিরিয়ে দিয়েছেন সাতক্ষীরার তালা বাজারের চা বিক্রেতা ইউনুচ আলী মোড়ল। তালা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার জানান, তালা বাজারের চা বিক্রেতা ইউনুচ আলী মোড়ল প্রতিদিনের মতো শনিবার নিজ দোকানে চা বিক্রি করছিলেন। হঠাৎ করে দেখতে পান তার দোকানের সামনে রাখা চায়ের কেটলির পাশে কিছু টাকা পড়ে আছে। টাকাটা উঠিয়ে ইউনুচ আলী নিজের কাছে গচ্ছিত রাখেন। পরে নিজ উদ্যোগে মাইক ভাড়া করে প্রচার ও সাংবাদিকদের ডেকে বিষয়টি খুলে বলেন। ইউনুচ মোড়ল জানান, আমি চা বিক্রয় করছিলাম। তখন দেখি চায়ের কেটলির পাশে একটি টাকার বান্ডিল পরে আছে। আমি টাকাটা উঠিয়ে গণনা করে দেখি ১৪ হাজার ৬ শ টাকা। সঙ্গে সঙ্গে স্থানীয় সাংবাদিকদের জানাই। পরে মাইকে প্রচার করি। প্রচারের টাকার অঙ্ক বাদ দিয়ে বাকি টাকা ফেরত দিই। সন্ধ্যায় উক্ত টাকার আসল মালিক তালার নলতা গ্রামের আজিজ শেখ ও তার সহযোগী নজরুল ব্যাপারী এসে টাকার পরিমাণ সঠিকভাবে বলতে পারায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার পর থেকে তরুণ চা বিক্রেতা ইউনুচের এই সততা শ্রেণি ও সব বয়সী মানুষের কাছে প্রশংসিত হয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ