Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেনীতে পুলিশ কর্মকর্তাকে নিয়ে ফেসবুকে গুজব, ২ যুবক আটক! 
Tuesday March 24, 2020 , 7:15 pm
Print this E-mail this

তদন্তের স্বার্থে আবু তাহেরের পরিচয় প্রকাশ করেনি গোয়েন্দা পুলিশ

ফেনীতে পুলিশ কর্মকর্তাকে নিয়ে ফেসবুকে গুজব, ২ যুবক আটক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর দায়ে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন, শহীদুল ইসলাম রাসেল (১৯) ও আবদুল আহাদ (২২)। জেলা গোয়েন্দা পুলিশের ওসি এনএম নুরুজ্জামান জানান, সোমবার ফেসবুকে ‘ফেনীর আয়না’ ও ‘ফেনীর প্রহর’ নামের গ্রুপে জেলা পুলিশের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে একটি ভুয়া খবর প্রকাশ করে। বিষয়টি পুলিশ বিভাগের নজরে এলে এ বিষয়ে তদন্ত শুরু করে গোয়েন্দা পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানান, সোমবার আবু তাহের নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেনীর আয়নার এডমিন আহাদ ও ফেনীর প্রহরের অ্যাডমিন রাসেল যাচাই-বাছাই না করে জেলা পুলিশের বিরুদ্ধে গুজবটি গ্রুপে প্রচার করে। পুলিশ ওই দুই গ্রুপের অ্যাডমিনদের কৌশলে ডেকে এনে আটক করে। পরে ডিবির এসআই কাজী গোলাম মহিউদ্দিন বাদী হয়ে আইসিটি আইনে তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। মূল পোস্টকারী আবু তাহের পলাতক রয়েছেন।গ্রেফতারকৃত রাসেল ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া এলাকারনজিব উদ্দিন ভূঞা বাড়ির কবির আহম্মদের ছেলে ও আহাদ কাজীরবাগের আবদুল রশিদ কাজী বাড়ির আবদুর রহমানের ছেলে। তদন্তের স্বার্থে আবু তাহেরের পরিচয় প্রকাশ করেনি গোয়েন্দা পুলিশ।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ