Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১১:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার! 
Saturday February 22, 2020 , 9:13 pm
Print this E-mail this

পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রাজীবের এবং শয্যায় পড়ে থাকা অবস্থায় স্মৃতির লাশ উদ্ধার

ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চ ঘাট এলাকায় এক ঘর থেকে গত সোমবার রাতে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাজীব বিশ্বাস (৩৪) ও তার স্ত্রী স্মৃতি বণিক (২২) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকার বাসিন্দা। স্মৃতি বণিক মুকসুদপুরের বাটিকামারী এলাকার খোকন বণিকের মেয়ে। রাজীবের বাবার নাম জানা যায়নি। ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, রাত ৮টার দিকে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রাজীবের লাশ এবং শয্যায় পড়ে থাকা অবস্থায় স্মৃতির লাশ উদ্ধার করে। এলকাবাসী জানায়, গত দুই বছর আগে ফরিদপুরের লঞ্চ ঘাট এলাকার মো. বরকতের একতলা পাকা বাড়িটি ভাড়া নেন তারা। বরকতের বাড়িটি লঞ্চ ঘাট এলাকায় কুমার নদের পূর্ব পাড় সংলগ্ন। রাজীব একটি কলেজে শিক্ষকতা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, রাজীর ও স্মৃতি যে বাড়িতে থাকেন সে বাড়ির প্রতিটি দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ ছিল। সন্ধ্যায় কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা বাইরে থেকে খুলে দেখতে পান রাজীবের শরীর সিলিং ফ্যানের সাথে ঝুলছে এবং স্মৃতি একই কক্ষে শয্যায় পড়ে আছেন। পরে তারা পুলিশে খবর দেন। স্মৃতির এক আত্মীয় গোপাল পোদ্দার জানান, দুই বছর আগে রাজীব ও স্মৃতি নিজেদের পছন্দমতো বিয়ে করেন। বিয়ের পর তারা ফরিদপুর শহরে এসে বসবাস করা শুরু করেন। তাদের কোনো সন্তান নেই।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন