Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ৭, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফরচুন বরিশাল’র দল পরিচিতি, লোগো, জার্সি ও থিম সং উন্মোচন 
Saturday November 14, 2020 , 11:02 pm
Print this E-mail this

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি

ফরচুন বরিশাল’র দল পরিচিতি, লোগো, জার্সি ও থিম সং উন্মোচন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফরচুন বরিশালের দল পরিচিতি, লোগো ও জার্সি উন্মোচন হয়েছে গতকাল সন্ধ্যায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। এসময় বরিশাল ২ আসনের সংসদ সদস্য শাহ আলম তালুকদার, পটুয়াখালী-২ আসনের সাংসদ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক, সিইও নিজামউদ্দিন চৌধুরী অনুষ্ঠানে ছিলেন। ফরচুন বরিশালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জাহেদ খানও ছিলেন অনুষ্ঠানে। লোগো ও জার্সি উন্মোচন এবং দল পরিচিতি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।ফরচুন বরিশাল দলের ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন-তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, মাহিদুল আলম অংকন, সুমন খান, আবু সায়েম।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলে বিসিবি আয়োজিত বঙ্গবন্ধু টি২০ কাপে অংশগ্রহণের লক্ষে ‘ফরচুন বরিশাল’ দলের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু টি২০ কাপ দিয়ে দীর্ঘ চার বছর পর আবার ক্রিকেটে ফিরল বরিশাল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফরচুন বরিশালকে এই সুযোগ করে দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন ফাইট দিতে পারবে ফরচুন বরিশাল। জাতির পিতা বঙ্গন্ধুর জন্মশতবার্ষিকীতে বিসিবির এই টুর্নামেন্ট সফল হোক সেই কামনা রইল।’ ফরচুন বরিশাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, সোহরাওয়ার্দী শুভ, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, আবু জায়েদ রাহি, তৌহিদ হৃদয়, মাহিদুল আলম অংকন, সুমন খান, তানভির ইসলাম, আবু সায়েম, পারভেজ ইমন।

প্রধান কোচ : সোহেল ইসলাম
সহকারী কোচ : গোলাম মুর্তজা
ম্যানেজার : হাসিবুর হাসান শান্ত
ট্রেনার : ইফতেখারুল ইসলাম ইফতি
ফিজিও : জয়




Archives
Image
বরিশালে অপসোনিনের ৫০০ শ্রমিক চাকরিচ্যুৎ, প্রতিবাদে বিক্ষোভ
Image
ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীরা
Image
বরিশালে বিএনপির লিফলেট বিতরণে মজিবর রহমান সরোয়ার
Image
একসাথে বসে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে : সরোয়ার
Image
যাত্রা শুরু খুলনার আধুনিক কারাগারের : ফুল দিয়ে কয়েদিদের বরণ