Current Bangladesh Time
শনিবার জুলাই ১২, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রশাসনের হস্তক্ষেপে বরিশালে বন্ধ বাল্যবিবাহ 
Saturday July 7, 2018 , 4:58 pm
Print this E-mail this

১৬ বছরের এক মেয়ের সাথে ৩২ বছরের যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল

প্রশাসনের হস্তক্ষেপে বরিশালে বন্ধ বাল্যবিবাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের নিউ ভাটিখানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বাল্যবিয়ে রুখে দিয়েছে জেলা প্রশাসন। এমনকি বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ছেলের মা ও মেয়ের বাবাকে জরিমানাও করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার শাজাহান মিয়ার গলিতে। এই সফল অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আমিনুল ইসলাম। সংশ্লিষ্ট কাউনিয়া পুলিশ জানায়, ১৬ বছরের এক মেয়ের সাথে ৩২ বছরের যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান করে বিয়ে বন্ধ করে দেন। সেই সাথে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে মেয়ের পিতা শামীম শেখ ও ছেলের মাতা দেলোয়ারা বেগমকে মাত্র ২শত টাকা জরিমানা করেন আদালত। পরবর্তীতে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না শর্তে মুচলেকা দেওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।




Archives
Image
খুনের পর লাশের ওপর লাফায় ঘাতকরা
Image
খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
Image
বরিশাল ক্যাডেট কলেজের সব পরীক্ষার্থী পেল জিপিএ-৫
Image
নারী কর্মকর্তাদের ‘স্যার’ বলার নির্দেশনা বাতিল
Image
বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে : মির্জা ফখরুল