Current Bangladesh Time
সোমবার সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পৃথিবীর সবচেয়ে মোটা পুরুষ ৩৪ বছরের হুয়ান পেড্রো ফ্র্যাঙ্কো 
Friday December 7, 2018 , 2:03 pm
Print this E-mail this

নিজের ওজন কমানোর জন্য ২ বছর আগে পৈতৃক বাড়ি ছেড়েছিলেন তিনি

পৃথিবীর সবচেয়ে মোটা পুরুষ ৩৪ বছরের হুয়ান পেড্রো ফ্র্যাঙ্কো


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড নাম লেখাতে পারলে তার আনন্দই আলাদা। যেকোন ব্যতিক্রমী অথবা সেরা জিনিসের জন্য এই শিরোপা পাওয়া যায়। ৩৪ বছরের হুয়ান পেড্রো ফ্র্যাঙ্কো সবচেয়ে সবচেয়ে মোটা মানুষের শিরোপা পেয়েছিলেন। ২০১৭ সালে তার ওজন ছিল ৫৯৫ কেজি কিন্তু এখন প্রায় ৩০০ কেজি কমিয়ে তার ওজন হয়েছে ৩০৪ কেজি। এর জন্য একের পর এক অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। আর এই ৩০০ কেজি হারানোর ফলে পৃথিবীর সবচেয়ে মোটা মানুষের তকমাও হারিয়েছেন তিনি। নিজের ওজন কমানোর জন্য ২ বছর আগে পৈতৃক বাড়ি ছে়ড়েছিলেন তিনি। হুয়ান জানান, মাত্র ৬ বছর বয়সেই ৬০ কেজি ওজন হয়েছিল তার, আসলে বিরল এক রোগে আক্রান্ত তিনি । ১৭ বছর বয়সে এক দুর্ঘটনার পর এই ওজন বাড়ার হার আরও মারাত্মকভাবে বেড়ে যায়। কিন্তু আর্থিক অনটনের জন্য কোনভাবে চিকিৎসার সাহায্য তিনি নিতে পারছিলেন না। এরপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সুবাদে একটি চিকিৎসা সংস্থা তার সাহায্যার্থে এগিয়ে আসে। এখন তিনি ফের বিছানা থেকে নামতে পারছেন, হাঁটতে পারছেন, পোশাক পরতে পারছেন তিনি। স্বভাবতই খেতাব যায় যাক যে জীবন পেয়েছেন এতেই খুশি আছেন মেক্সিকোর এই বাসিন্দা। আগামী দিনে আরও ওজন কমানো হবে তার এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা।




Archives
Image
ফেব্রুয়ারির নির্বাচন হবে মহোৎসবের : প্রধান উপদেষ্টা
Image
প্রথম বিসিএস পরীক্ষায় দুই বোন-ই স্বাস্থ্য ক্যাডার
Image
বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন নিয়ম
Image
বরিশাল-৫ আসনে মনোনয়ন চান বিএনপির চেয়ারপারসনের দুই উপদেষ্টা
Image
বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন