Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুলিশের বিরুদ্ধে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা 
Monday March 30, 2020 , 10:00 pm
Print this E-mail this

পুলিশের সাইবার টিমগুলো গুজব ও মিথ্যা রটনাকারীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে বলে এতে জানানো হয়

পুলিশের বিরুদ্ধে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য না ছড়িয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানানো হয়েছে। গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ বিভাগের এআইজি মো: সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশ ও জাতির কল্যাণে করোনা বিস্তার রোধে পুলিশের দুই লাখেরও বেশি সদস্য কাজ করছেন। এরমধ্যে পুলিশের কতিপয় সদস্যের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি এরইমধ্যে মোবাইলফোনে অপারেশনাল সব ইউনিট কমান্ডারের সঙ্গে কথা বলেছেন। তার নির্দেশনার পর এ ধরনের ঘটনা আর কোনও নির্ভরযোগ্য গণমাধ্যমে চোখে পড়েনি। তারপরও কিছু কিছু মিডিয়ায় নতুন করে পুরাতন অভিযোগগুলো নিয়ে এমনভাবে নিউজ প্রকাশ হচ্ছে, যাতে মনে হচ্ছে এখনো বলপ্রয়োগ অব্যাহত আছে। এছাড়া, একটি দুষ্ট চক্র অতীতের বিভিন্ন সময়ের পুরাতন ছবি ও ভিডিও এডিট করে বা কৌশলে ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে পোস্ট দিচ্ছে। এ ধরণের মিথ্যাচারের ফলে পুলিশ সদস্যরা মানসিকভাবে ডিমোটিভেটেড হচ্ছেন। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গুজব ছড়ানো ও মিথ্যাচার বন্ধ করে পুলিশকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায়, গুজব ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সাইবার টিমগুলো গুজব ও মিথ্যা রটনাকারীদের খুঁজে বের করার কাজ শুরু করেছে বলে এতে জানানো হয়।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন