Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হাতুড়িপেটা করা সে-ই সন্ত্রাসী কারাগারে 
Tuesday March 26, 2024 , 1:49 pm
Print this E-mail this

সন্ত্রাসী চাঁনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে

পিস্তল ঠেকিয়ে শিক্ষককে হাতুড়িপেটা করা সে-ই সন্ত্রাসী কারাগারে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে পেটে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে মারধরকারী সে-ই সন্ত্রাসীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার (মার্চ ২৪) ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। বাদী পক্ষের আইনজীবী মো: শামীম হোসেন আকন এ তথ্য নিশ্চিত করেন। মামলার ১নং আসামি ও বিভিন্ন মামলার চার্জশিট ভুক্ত আাসামি সন্ত্রাসী তৌহিদুল ইসলাম চাঁন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউপি সদস্য (নারিকেল বাড়িয়া ওয়ার্ড) আব্দুস সোবাহান হাওলাদারের পুত্র। আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিলে কাঠগড়া থেকে নামার সময় বাদী-ভিকটিমকে দেখে নেয়ার হুমকি দেয়। গত ৪ ফেব্রুয়ারি মধ্যে নারিকেল বাড়িয়া এলাকায় স্কুল শিক্ষক জাকির হোসেনের পেটে পিস্তল ঠেকিয়ে কিশোর গ্যাং সন্ত্রাসীদের নিয়ে হাতুড়ি পেটায় গুরুতর আহত করে। পরে এ ঘটনায় রাজাপুর থানায় মামলা দায়ের হলে আসামিরা কয়েকদিন পলাতক থেকে উচ্চ আদালত থেকে ৪২ দিনের জামিন নেয়। জানা গেছে, রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের ইউপি সদস্য আ: সোবাহান হাওলাদারের পুত্র কিশোর গ্যাং নেতত্বদানকারী তৌহিদুল ইসলাম চান কিশোর দলবল নিয়ে হামলা চালায়। গত ৪ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মধ্য নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই গ্রামের মোতাহার হাওলাদারের ছেলে মোস্তাফিজুর রহমান জাকির গুরুতর রক্তাক্ত জখম হয়। আহত জাকির রাজাপুর উপজেলার নুরুন্নাহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত। আহত মোস্তাফিজুর রহমান জাকির জানান, সন্ধ্যার পরে অবসরপ্রাপ্ত এক শিক্ষককে এগিয়ে দিয়ে ফেরার পথে তৌহিদুল ইসলাম চান কিশোর গ্যাং নিয়ে পথরোধ করে। পেটে পিস্তল ঠেকিয়ে লাঠি ও হাতুড়ি নিয়ে মারধর শুরু করে চান, ফারুক, তুহিন, রাকিব, মোস্তাফিজ, খলিলুর রহমানসহ আরো কয়েকজন। পেটে পিস্তল ঠেকানোর ফলে কোন ডাক চিৎকারও দিতে পারিনি। মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ইতিমধ্যে কোথা থেকে যেন একটা লাইটের আলো আসে তখন মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেয়। এছাড়াও ওই কিশোর গ্যাং নারিকেল বাড়িয়া (ক্লাব) বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদারকেও চাঁদার দাবিতে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধরের অভিযোগ উঠেছে। রাজাপুর থানার ওসি আতাউর রহমান জানান, তৌহিদুল ইসলাম চাঁনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ