Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ২৩, ২০২৫ ৯:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় অ্যাপস খুলে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা 
Tuesday December 9, 2025 , 9:37 am
Print this E-mail this

মামলা দায়ের, অভিযুক্ত প্রতারক দম্পতিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অ্যাপস খুলে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপস খুলে কিশোর-কিশোরীদের আর্থিক মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ এক প্রতারক দম্পতিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো: জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তারকে (৩৫) আজ মঙ্গলবার (ডিসেম্বর ৯) বিকেলে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত ওই দম্পতি পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের বাসিন্দা। এ প্রতারণার ঘটনায় গতকাল সোমবার (ডিসেম্বর ৮) রাতে ভুক্তভোগী মো: মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া সাইবার অপরাধ আইনে একটি মামলা করেন। থানা ও স্থানীয় সূত্র জানায়, মঠবাড়িয়ার পার্শ্ববর্তী উপজেলার হরিণপালা গ্রামের মো: নূরুল ইসলামের ছেলে মো. জসীম উদ্দিন ও তার স্ত্রী শারমীন মিলে এমবি নামে একটি মোবাইল অ্যাপস খুলে এলাকার কয়েক শ কিশোর-কিশোরীকে রেজিস্ট্রেশনভুক্ত করেন। ওই অ্যাপসে বোনাস লোভনীয় আর্থিক সুবিধার প্যাকেজ খুলে কিশোর-কিশোরীদের আকৃষ্ট করে। এতে ৩ হাজার টাকা থেকে শুরু করে মোটা অঙ্কের টাকা জমা করলে প্রতিদিন বিভিন্ন অঙ্কের প্যাকেজে লোভনীয় বোনাস দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

এতে স্থানীয় শত শত কিশোর-কিশোরী মুনাফা লোভের আশায় অর্থ জমা করে। গতকাল সোমবার (ডিসেম্বর ৮) ওই অ্যাপসটি অচল হয়ে পড়লে গ্রাহকরা ওই দম্পতির কাছে যান। এ সময় প্রতারক ওই দম্পতি আরো ১০ হাজার টাকা হারে পূণরায় জমা করলে অ্যাপস চালু হবে বলে গ্রাহকদের জানায়। এতে গ্রাহকদের সন্দেহ হলে তারা ওই দম্পতিকে ঘেরাও করে ৯৯৯ নম্বরে কল করে অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ওই দম্পতির বিরুদ্ধে সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশালে চোখ রাঙাচ্ছে ‘জলাতঙ্ক’, বন্ধ বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম!
Image
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : পিরোজপুরের কাউখালীতে আনন্দ মিছিল
Image
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : বরিশাল থেকে যাবে ৫ লক্ষাধিক নেতাকর্মী
Image
আমি নির্বাচন করবো : রুমিন ফারহানা
Image
গণমাধ্যমকে যারা সহ্য করতে পারে না, তারা জনগণের প্রতিনিধিত্ব করে না : স্বপন