Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের বলি গৃহবধূ : লাশের মূল্য ২ লক্ষ টাকা! 
Saturday December 24, 2022 , 12:38 pm
Print this E-mail this

ভালবেসে বিয়ে করেছিলেন একই কলেজের জুয়েল ডাকুয়া নামের সহপাঠীকে

পিরোজপুরের নাজিরপুরে যৌতুকের বলি গৃহবধূ : লাশের মূল্য ২ লক্ষ টাকা!


সুমন খান, অতিথি প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামে পূর্ণিমা শিকদার (১৯) নামের এক গৃহবধূ ঘরে থাকা বন নিধন বিষ খেয়ে আত্মহত্যা করেছে। গ্রাম্য সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয় ২ লক্ষ টাকা দেওয়া হবে তার দরিদ্র পরিবারকে। সরজমিনে গিয়ে জানা যায় যে, পূর্ণিমা শিকদারের স্বামী জুয়েল ডাকুয়া (২০) যৌতুকের জন্য তাকে একাধিকবার চাপ সৃষ্টি করলে এবং মারধর ও করেন শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন চালান ও নিরুপায় না হয়ে ঘরে থাকা বন নিধন বিষ খেয়ে আত্মহত্যা করেন। গত ১৫-১২-২০২২ ইং তারিখে শশুর বাড়িতে দুপুর সে বিষ খায়। বিষয়টি পরিবারের লোকজনে জানতে পেরে তাৎক্ষণিক নাজিরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। যার রেজিস্ট্রেশন নম্বর-১৮১৬৫/৩৭, ওয়ার্ড নং-৫/৬, চিকিৎসাধীন অবস্থায় গত ১৭-১২-২০২২ ইং তারিখ বিকেল ৩ঃ৩০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত পূর্ণিমা শিকদারের পরিবার ও এলাকাবাসীর ভাষ্যমতে, তার মেয়ে জামাই জুয়েল ডাকুয়া মোটরসাইকেল কেনা ও শশুর বাড়ির উত্তরাধিকার সূত্রে পাওনা জমি বিক্রি করে টাকা চেয়েছিলেন, তার দাবিকৃত টাকার আংশিক পরিশোধ করলেও পূর্ণাঙ্গ পরিশোধ করতে পারিনি বিধায় অন্যায়ভাবে মেরে মুখে বিষ ঢেলে দিয়েছে। পুলিশের কাছে মামলা দিতে গেলে পুলিশ মামলা নেয়নি, এমনটি অভিযোগ করেন তার পরিবার। মেয়ের মৃত্যুর খবর শুনে তার জেঠু এবং চাচা পরিতোষ শিকদার (৬০) সাথে সাথেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এ ব্যাপারে, গুয়ারেখা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রব বলেন, ঘটনার বিস্তারিত আমি জানি, গ্রাম্য সালিশির মাধ্যমে মৃত পূর্ণিমার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ শশুর বাড়ি থেকে দুই লক্ষ টাকা দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেয়ে পক্ষ অত্যন্ত গরীব বলে মামলা মকর্দমায় জড়াতে চায় না। মৃত পূর্ণিমা শিকদার নেছারাবাদ উপজেলার দেবুদাসকাঠি গ্রামের বিকাশ শিকদারের মেয়ে। গত দশ মাস আগে ভালবেসে বিয়ে করেছিলেন একই কলেজের জুয়েল ডাকুয়া নামের সহপাঠীকে।




Archives
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল