Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১১:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি মামলায় ৫ জনের ১০ বছর করে সাজা 
Monday February 10, 2020 , 8:50 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি মামলায় ৫ জনের ১০ বছর করে সাজা


মো: সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতি মামলায় সোমবার দুপুরে আদালত ৫ জনের ১০ বছর করে সাজা প্রদান করেছে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ প্রদান করেন। রায়ে কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামের কামরুল ইসলাম, মেঘপাল গ্রামের আরিফ হোসেন, রাজাপুর উপজেলার আনিচুর রহমান, ঝালকাঠী জেলার সাগরকান্দার আরিফ ও আতিকুর রহমানকে ১০ বছর করে সাজা এবং তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের দন্ডাদেশ প্রদান করেন আদালত। আসামিদের মধ্যে আরিফ ও আতিকুর রহমান পলাতক রয়েছে। বাকিরা জেল হাজতে। মামলা সূত্রে জানা যায়, ২০১২ইং সালের ২৬ জুলাই রাতে উপজেলার বড় বিড়ালজুড়ী গ্রামের মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলামের বাড়িতে অস্ত্রধারী একদল ডাকাত ঘরের গ্রীল কেটে অস্ত্রের মুখে সকলকে জিম্মী করে স্বর্নালঙ্কার সহ নগদ ছয় লক্ষাধীক টাকা নিয়ে চলে যায়। পরে নজরুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় ছয় জনকে আসামী করে মামলা দায়ের করে। আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে সোমবার ৫ আসামিকে সাজা এবং একজনকে খালাস প্রদান করেন।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন