পিরোজপুরের কাউখালীতে মানবতার জন্য ১০২টি আবাসস্থল ঘর উৎসর্গ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে মানবতার জন্য আবাসস্থল ঘর উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত। বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়ায় বাংলাদেশে আহমেদ পরিবার ফান্ড প্রকল্পের মাধ্যমে এসডিএ কর্তৃক আয়োজিত দরিদ্র মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য বিনামূল্যে টিউবওয়েল ও ১০২টি ঘর নির্মাণ করে অসহায় পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন। ঘর বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ খান খোকন। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-এসডিএ’র পরিচালক কে এম এনায়েত হোসেন, টিম লিডার, সারমিন বেগম, ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল প্রমুখ।