প্রচ্ছদ » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উদ্বুদ্ধকরণ সভা
Tuesday January 31, 2023 , 6:37 pm
উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়
পিরোজপুরের কাউখালীতে দেশীয় মাছ ও শামুক সংরক্ষণ উদ্বুদ্ধকরণ সভা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, মৎস্যজীবী নেতা মোস্তাফিজুর রহমান সুমন, নুরুল ইসলাম সহ আরো অনেকেই। সভায় উপস্থিত ছিলেন-অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি সহ প্রায় শতাধিক মৎস্যজীবীরা।