Current Bangladesh Time
সোমবার ডিসেম্বর ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 
Wednesday February 16, 2022 , 2:09 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন, কাউখালী উপজেলা সহকারী ভূমি কমিশনার জান্নাত আরা তিথি

পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন-প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন’-স্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগিতায় এবং উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার সকালে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা সহকারী ভূমি কমিশনার জান্নাত আরা তিথির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, ওসি বনী আমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুনীল কুন্ডু, কৃষকলীগের সাধারণ সম্পাদক শামীম খান, উদ্যোক্তা মোঃ লিমন তালুকদার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ ওয়াসিম রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা সমাজ সেবা অফিসার মহাসিন কবির। এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ স্টলে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা তাদের পালিত হাসঁ-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন রকম পশু-পাখি প্রদর্শন করেন।




Archives
Image
দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ
Image
হাদি-দীপু হত্যার বিচার চাইল কংগ্রেস-বিজেপি-বিশ্ব হিন্দু পরিষদ
Image
বরিশালে সরকারি খাল দখলকারীকে জেল
Image
বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
Image
দীপু হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন