Current Bangladesh Time
শনিবার মে ৪, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জোয়ারের পানিতে নিম্মাঞ্চল প্লাবিত 
Thursday August 6, 2020 , 6:36 pm
Print this E-mail this

জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী

পিরোজপুরের কাউখালীতে জোয়ারের পানিতে নিম্মাঞ্চল প্লাবিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলায় বৃহস্পতিবার অতি জোয়ারের পানিতে নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পিরোজপুর- কাউখালী-স্বরূপকাঠী সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। গত দু’দিন জোয়ার ও অতিবর্ষণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। নদী-তীরবর্তী আমরাজুড়ি, কুমিয়ান, পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। কাউখালীর বেকুটিয়া, আমরাজুড়ি ফেরি ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার