Current Bangladesh Time
সোমবার এপ্রিল ২৯, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার ভাসমান বাজার 
Monday September 7, 2020 , 7:35 pm
Print this E-mail this

কাউখালীতে আমন চারার সংকট নেই, বাণিজ্যিকভাবেই কৃষক আমন চারা উৎপাদন করছেন

পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার ভাসমান বাজার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উপকূলে এখন চলছে আমন আবাদের মৌসুম। মাঠের কৃষক এখন মহাব্যাস্ত। চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টিপাত আর বৈরী আবহাওয়া ও অতি জোয়ারের পানিতে বীজতলার মাঠে জলাবদ্ধতার কারণে আমনের চারা নষ্ট হয়ে গেছে। আর অন্যদিকে পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার বিক্রয়ের ভাসমান বাজার। কাউখালী শহরের দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া নদীর সেতুর পাড়ে সপ্তাহের শুক্রবার ও সোমবার বসছে আমন চারার হাট। সারা উপকুল জুড়ে আমন চারা মোকাবেলায় বিপন্ন কৃষক ছুটছেন কাউখালীর ওই ভাসমান চারার হাটে। গত সোমবার আমন মৌসুমের আমন ধানের চারার বিক্রয়ের এ হাটে কয়েক লাখ টাকার আমন চারা বিক্রয় হয়েছে বলে বীজ ব্যবসায়ী ও বীজ ক্রেতাদেরও সাথে কথা বলে জানাগেছে। কাউখালী অঞ্চল অন্যান্য এলাকার তুলনায় জমি উচু বলে এখানে জলাবদ্ধতা তেমন নেই ফলে বীজতলা নষ্ট হয়নি। একারণে অন্যান্য এলাকার কৃষকরা আমন চারার সংকট কাটাতে কাউখালীর এ ভাসমান বীজের হাটে আসছেন। এখানে পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি ও বরিশালের কৃষক ও বীজ ব্যবসায়ীরা এহাটে চারা কিনতে আসছেন। পরিবহনে সুবিধার কারণে নৌকা ও ট্রলারে করে ব্যবসায়ীরা ও কৃষকরা এখানে বীজের হাটে আসেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, কাউখালী অঞ্চলের মাঠ অন্য অঞ্চলের তুলনায় অনেক উচু। ফলে জলাবদ্ধতাও কম। একার কৃষকরা বীজতলা করে সফলতার মুখ দেখছেন। এখানে যুগ যুগ ধরে ধান বীজ বিক্রয়ের বাণিজ্যিক বাজার গড়ে উঠছে। এখানে উৎপাদিত ধানের চারা অত্যন্ত ভাল মানের। তাই বিভিন্ন অঞ্চলের কৃষকরা এ হাট হতে চারা সংগ্রহ করছেন।চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়ার পরও এখানে ভাল ধানের চারা উৎপাদন হয়েছে। একারনে এখানের ভাসমান বীজের হাটে ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটেছে। কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরিফ বলেন, কাউখালীতে আমন চারার সংকট নেই। এখানে এবার ভাল আমনের চারা উৎপাদন করেছেন কৃষক। তাছাড়া এখানে বাণিজ্যিকভাবেই কৃষক আমন চারা উৎপাদন করছেন। ফলে কাউখালীতে গড়ে উঠেছে ধান চারার ভাসমান বাজার।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ