|
মাদক মামলায় বর্তমানে রিমান্ডে রয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি
পরীমনিকে নিয়ে গান গাইলেন নকুল কুমার বিশ্বাস, ভিডিও ভাইরাল
মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির বাসায় গত ৪ আগস্ট অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে র্যাব। মাদক মামলায় চার দিনের রিমান্ডে রয়েছেন এই নায়িকা। তার এমন পরিস্থিতিতে তাকে নিয়ে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী নকুল কুমার বিশ্বাস।

‘গুরুতর বিপদে’ শিরোনামের গানটি গেয়ে গতকাল নকুল কুমার বিশ্বাস তার ভেরিফায়েড করা ফেসবুকে আপলোড করেন। গানটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। ‘গুরুতর বিপদে, সাপদের আপদে নায়িকা যখন ভয়ে মরে/ভালোবাসা দুর্বার, ভেঙেচুরে চুরমার নায়ক এসে মুক্ত করে/আজ পরীমণি সংকটে, রিমান্ডে আছে বটে, নায়ক কেনো ছুটে এলো না, কোনো নায়ক কেনো ছুটে এলো না/দেখবো না, দেখবো না, দেখবো না, সিনেমা দেখবো না।’-এমন কথায় গানটি সাজানো হয়েছে।
https://youtu.be/RiwGOSPvaF0
Post Views: ০
|
|