প্রচ্ছদ » স্লাইডার নিউজ » নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বাসায় জয় বাংলা উৎসবের তারকারা
Friday June 17, 2022 , 12:04 pm
সারা বাংলাদেশে এখন কোরিওগ্রাফার হিসেবে নৃত্যশিল্পী এই সোহাগের নাম অপ্রতিদ্বন্দ্বি
নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগের বাসায় জয় বাংলা উৎসবের তারকারা
মুক্তখবর বিনোদন ডেস্ক : বরিশালের গর্ব জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। বৃহস্পতিবার রাতে বরিশালের জয় বাংলা উৎসব শেষে তার বাসায় যান তারকারা। এসময় সোহাগের পরিবারের সাথে সময় কাটান তারা। এদিকে সোহাগের মায়ের হাতের রান্না খেয়ে মহাখুশি তারা। এসময় চিত্রনায়ক ফেরদৌস, নিরব ও ইমন এবং চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা উপস্থিত ছিলেন। এছাড়া তাদের অভিভাবকবৃন্দ এবং মডেল ও অভিনেত্রী লামিয়া তাদের সাথে ছিলেন। উল্লেখ্য, নৃত্যশিল্পী এই সোহাগ বেড়ে ওঠেন বরিশালেই। সারা বাংলাদেশে এখন কোরিওগ্রাফার হিসেবে তার নাম অপ্রতিদ্বন্দ্বি। সকল তারকারাই তাকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে। সিনিয়র থেকে জুনিয়র সকল তারকারাই তার পরিচালনায় বহুবার মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন। দেশ ও দেশের বাইরেও অনেক সুনাম কুড়িয়েছেন সোহাগ।