Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৮, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিম্নচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি 
Saturday December 21, 2024 , 1:51 pm
Print this E-mail this

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায়

নিম্নচাপের প্রভাবে বরিশালে থেমে থেমে বৃষ্টি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর এতে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো: মাসুদ রানা রুবেল। তিনি বলেন, শুক্রবার (ডিসেম্বর ২০) রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত হালকা ধরনের বৃষ্টিপাত হয় প্রথমে। এরপর রাত ৩টা থেকে শনিবার (ডিসেম্বর ২১) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বরিশাল বিভাগের সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না জানিয়ে মাসুদ রানা রুবেল বলেন, সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হওয়ায় বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবে ২.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হওয়া এ বৃষ্টি সামনে আরও এক থেকে দুদিন হতে পারে জানিয়ে তিনি আরও বলেন, বৃষ্টি চলমান থাকলে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে এবং বৃষ্টি বন্ধ থাকলে ভোররাতে কুয়াশা পড়বে। সেক্ষেত্রে দৃষ্টিসীমা ৫শ’ থেকে ১ হাজার মিটারের মধ্যে চলে আসবে। আর বৃষ্টি হলে কুয়াশা পড়ার সম্ভাবনা নেই। তবে এ মাত্রার বৃষ্টিতে ফসলের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) বরিশালের উপ-পরিচালক মো: মুরাদুল হাসান। তিনি জানান, মাঠে থাকা আমন ধান ৮০ শতাংশ কাটা হয়েছে। আর থেমে থেমে বৃষ্টি সরিষার বেলায় প্রভাব ফেলবে না। তবে এমন বৃষ্টি শাকসবজির জন্য বেশ উপকারী। অপরদিকে থেমে থেমে বৃষ্টিতে শীতের মাত্রা বৃদ্ধিতে নগরবাসীর জীবন যাত্রায় কিছুটা ছেদ পড়েছে। অর্ধবেলা পার হলেও সূর্যের দেখা নেই বলে শীত যেন জেঁকে বসেছে বরিশালে।   রিকশাচালক আল আমিন বলেন, ‘বৃষ্টি না থাহনে বেইনাকালে রিকশা লইয়্যা নামছি। কিন্তু ৯টার দিগে বৃষ্টি শুরু হইয়া গ্যালে চালাইন্না বন্ধ করছি, মাত্র ১০০ টাহা ইনকাম করছি। এ দিয়া মহাজনরে কী দিমু আর নিজে কী খামু। আবার এ বৃষ্টিতে ভেজলে জ্বরও কনফার্ম, তহন ওষুধের টাহা দেবে কেডা?’ এদিকে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ তেমন একটা বাইরে বের হচ্ছেন না। স্বাভাবিক সময়ে যানজটের রাস্তাগুলো আজ অনায়াসে পার হচ্ছেন যাত্রীরা। তবে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় কিছুটা ভোগান্তি হচ্ছে পরিবহনচালকদের। এরই মধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদিতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সকালে মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ধীরগতির কারণে সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




Archives
Image
শেখ হাসিনার মামলার রায় : ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা
Image
তফসিলের আগে দেশে না ফিরলে ভোটার হতে পারবেন না তারেক রহমান
Image
নারীদের মর্যাদা বৃদ্ধিতে বরিশালে ‘৮৪ ইভেন্ট গ্রুপ’র ব্যতিক্রম উদ্যোগ
Image
আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবীন চৌধুরী
Image
বরিশালে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট