Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১২, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজের সব সম্পত্তি দান করে দেয়ার ঘোষণা দিলেন ম্যারাডোনা 
Thursday November 7, 2019 , 12:04 pm
Print this E-mail this

নিজের সব সম্পত্তি দান করে দেয়ার ঘোষণা দিলেন ম্যারাডোনা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : খেলার জগতের বাইরে ডিয়েগো ম্যারাডোনা নানা সময়েই খবরের শিরোনাম হন। তার বে-খেয়ালি চলাফেরার জন্যই বার বার আলোচনায় আসেন। এবার রাগের বশে নিজের সব সম্পত্তি দান করে দেয়ার ঘোষণা দিলেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, নিজের দেশে ক্লাব জিমনাসিয়া নামে একটি দলের কোচ হিসেবে বর্তমানে ব্যস্ত সময় কাটছে ম্যারাডোনার। তবে হেয়ালি কোচের দল ব্যর্থতার চরম পর্যায়ে পৌঁছেছে, ২৪ দলের লীগে তার দলের অবস্থান ২৩ নম্বরে! আর এমন ব্যর্থতায় আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা ম্যারাডোনার দিকে সমালোচনার তির ধেয়ে আসছে। বাবাকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন ম্যারাডোনার মেয়ে, আর্জেন্টিনা ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোর সাবেক স্ত্রী জিয়ানিন্না। তিনি লিখেন, বাবা ভেতর থেকে মারা যাচ্ছেন, তিনি বিষয়টি বুঝতে পারছেন না। জিয়ানিন্না লিখেন, আমি বিশ্বাস করি না যে তিনি স্বাভাবিক আছেন, এটাই বাস্তবতা যা তিনি আশা করেন। দয়া করে তার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এরপরই মেয়ের ওপর ক্ষেপে যান ম্যারাডোনা। মেয়ের ওপর রাগ করে তিনি তার সমস্ত সম্পত্তি দান করে দেয়ার ঘোষণা দেন। ইউটিউবে আপলোড করা এক ভিডিওতে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি এখনো মারা যাইনি। আমি শান্তিতে ঘুমাই, কেননা আমি কাজ করি। বুঝলাম না কেন সে (জিয়ান্নিনা) বিরক্ত করছে। এই ফুটবল তারকা আরও বলেন, আমি এটা বুঝতে পারি যে, আপনি যখন বৃদ্ধ হন, তখন আশপাশের মানুষ আপনি কী করছেন তার চেয়ে বেশি ভাবে আপনি কী রেখে যাচ্ছেন। তাদের বলে দিতে চাই, আমার সবকিছু আমি দান করে যাবো। ম্যারাডোনা এ সময় বলেন, আমি খুব সুস্থ আছি, খুব সুস্থ আছি।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী