Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১১, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজের গর্ভের সন্তান বিক্রি করে মায়ের স্বর্ণ ও মোবাইল ক্রয় 
Friday April 18, 2025 , 1:07 pm
Print this E-mail this

সন্তান বিক্রির অভিযোগ দেন শিশুটির বাবা রবিউল-ওসি, মধুপুর থানা

নিজের গর্ভের সন্তান বিক্রি করে মায়ের স্বর্ণ ও মোবাইল ক্রয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিজের গর্ভের সন্তান বিক্রি করে মা তার নিজের ব্যবহৃত মোবাইল ও স্বর্ণ কিনে নিজের স্বাদ আল্লাদ পূরণ করে। অভিযুক্ত মাকে তার ৪ মাসের সন্তান বিক্রির অভিযোগে থানা হেফাজতে আনা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে শিশু বাচ্চা টিকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মধুপুর পৌর সভার শেওড়াতলা এলাকার আজমের ছেলে রবিউল ইসলামের স্ত্রী লাবনী আক্তার  তার চার মাসের সন্তানকে বিক্রি করে দেয়। এমন অভিযোগ করেন স্ত্রীর বিরুদ্ধে তার স্বামী রবিউল। শিশুটির পিতা রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ১০ এপ্রিল তার স্ত্রী লাবনী আক্তার লিজা তাদের চার মাসের একমাত্র সন্তানকে সাথে নিয়ে বাবার বাড়ী টাঙ্গাইলের ভুয়াপুরে বেড়াতে যান। বাড়ীতে যাওয়ার কয়েকদিন পর তাকে চলে আসতে বললে সে আর আসবেনা বলে জানায়। পরবর্তীতে তার স্বামী দেখা করতে চাইলে সে বুধবার ধনবাড়ী বৈশাখী মেলায় দেখা হলে তার স্ত্রী জানায় সে সন্তানকে বিক্রি করে দিয়েছে। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার স্ত্রী জানায় সিরাজগঞ্জে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে সন্তানকে। সে টাকা দিয়ে একটি দামী মোবাইল, পায়ের নুপুর এবং আরও অন্যান্য অনেক কিছু কিনেছে। এ ঘটনায় আমি আমার সন্তান উদ্ধারে মধুপুর থানায় একটি অভিযোগ করি। মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল কবীর জানান, সন্তান বিক্রির অভিযোগ দেন শিশুটির বাবা রবিউল। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের একটি টিম অভিযুক্ত ওই শিশুটির মার কথামতো অভিযান চালিয়ে সন্তানটিকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়।




Archives
Image
রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব অধ্যাপক ইউনূসের
Image
বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন
Image
বরিশাল সিটির ১৫ কর্মকর্তার তথ্য চেয়ে দুদকের নোটিশ
Image
বরিশালে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
Image
৬ সেপ্টেম্বর পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী