Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদ দিবস পালিত 
Tuesday January 21, 2020 , 12:54 pm
Print this E-mail this

নানা আয়োজনে বরিশালে শহীদ আসাদ দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক : বরিশালে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৬৯ এর গনআন্দোলনে শহীদ আসাদের ৫১তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে সোমবার ২০ জানুয়ারী সকালে শহীদ আসাদ পরিষদের উদ্যোগে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শহীদ আসাদের অস্থায়ী প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ আসাদ পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহীদ আসাদ পরিষদের সভাপতি ডা: মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় সভায় বক্তব্য রাখেন-সংগঠনের সাধারন সম্পাদক জোত্যিম্ময় চক্রবর্তী রতন, জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, কৃষক লীগ নেতা খান আলতাফ হোসেন ভুলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, শিক্ষক নেতা অধ্যাপক আমিনুল ইসলাম খোকন, জাসদ নেতা আব্দুল হাই মাহবুব, গনফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু, জেলা বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী সহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, ৬৯ সালের গনআন্দোলনে শহীদ আসাদ প্রাণ বিসর্জন করে যে আত্মত্যাগ করেছেন তা সকলের জন্য অনুকরনীয়। আসাদের আদর্শ ধারন করে তরুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান তারা।




Archives
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে
Image
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Image
আগুনের পরিধি দুই কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে, তদন্ত কমিটি গঠন