Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ৩:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্ষণ মামলায় অস্বাভাবিক জামিন, হতবাক দেশের সর্বোচ্চ আদালত! 
Thursday March 12, 2020 , 8:34 pm
Print this E-mail this

তলব করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক বেগম কামরুন্নাহারকে

ধর্ষণ মামলায় অস্বাভাবিক জামিন, হতবাক দেশের সর্বোচ্চ আদালত!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ধর্ষণ মামলায় অস্বাভাবিক জামিন দিয়েছেন এক বিচারক। আপিল বিভাগে জামিন স্থগিত থাকার পরও তাকে জামিন দিয়েছেন আদালত। জামিনের আদেশ দেখে হতবাক প্রধান বিচারপতির আদালত। জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে আসামিকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তলব করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭’র বিচারক বেগম কামরুন্নাহারকে।অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগে গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন এক ভুক্তভোগী। মামলাটি এখন বিচারের শেষ পর্যায়ে রয়েছে। আসামি আসলাম সিকদার হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেন। যে জামিন স্থগিত করেন আপিল বিভাগ। তা সত্ত্বেও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম কামরুন্নাহার আসামিকে জামিন দেন। এ জামিন দেখেই হতবাক হন দেশের সর্বোচ্চ আদালত। তলব করা হয় মামলার নথি। পরে আসামিকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগের এই আদেশের কথাটা ৩২ নম্বর অর্ডারে লিপিবদ্ধ আছে। তা স্বত্বেও বিচারক কামরুন্নাহার এই জামিন প্রদান করেছেন। আসামি যে কিনা জামিন পেয়ে বেরিয়ে গেছে। তাকে আগামী দুই সপ্তাহের মধ্যে ওই আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এমন ঘটনায় বিচার বিভাগীয় শৃঙ্খলা নষ্ট হয় বলেও মন্তব্য করেন আপিল বিভাগ।




Archives
Image
গণমাধ্যমের স্বাধীনতা জনগণের বৃহত্তর স্বার্থে হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
নগদ ঘুষ ছাড়া নড়েন না বরিশাল পল্লী বিদ্যুতের কর্মকর্তারা!
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন