Current Bangladesh Time
শুক্রবার মে ৩, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই কোটি টাকার মাদকসহ ইউপি সদস্যকে আটক করলেন এসআই মহিউদ্দিন 
Saturday November 5, 2022 , 10:21 am
Print this E-mail this

সন্ত্রাস, মাদক পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্র সহ সকল কর্মকাণ্ড দমনে কার্যক্রম শুরু

দুই কোটি টাকার মাদকসহ ইউপি সদস্যকে আটক করলেন এসআই মহিউদ্দিন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বান্দরবান থানচি উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অভিযানে দুই কেজি আফিমসহ একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জন ত্রিপুরা (৩৫) ২নং রেমাক্রী ইউপির, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। বুধবার (নভেম্বর ৪) রাত সাড়ে ৯টায় থানচি এলাকার মেঘবতি রিসোর্ট নিকটস্থ জনৈক ইন্দ ইমরো মিয়ার ভাড়াটিয়া বসত ঘরে বিক্রয়ের জন্য মজুদ করা আফিম উদ্ধার করে পুলিশ। এক গোপন সংবাদের ভিত্তিতে, ২ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহামদ খান এর সার্বিক নির্দেশনায়, অতিঃপুলিশ সুপার অপারেশন মোঃ বদিউজ্জামান এর নেতৃত্বে এস আই মহিউদ্দিন আহমেদ পিপিএম ও সঙ্গী ফোর্সসহ, জনৈক ইন্দ ইমরো মিয়ার ভাড়াটির বাসা তল্লাশি করে। উদ্ধারকৃত আফিমের অবৈধ বাজার মূল্য আনুমানিক (দুই কোটি) টাকা। আসামী জিজ্ঞাসাবাদে জানায়, বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত আফিম অন্যত্র হইতে সংগ্রহ করে খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয়ের জন্য রেখেছেন। এ বিষয়ে এপিবিএন বান্দরবানের ২ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন এর অতিরিক্ত উপ-পুলিশ মহা পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আলী আহমদ খান বলেন, দীর্ঘদিন ধরেই একটি চক্র এ মাদক পাচারে লিপ্ত থাকার তথ্যের ভিত্তিতে গোপনে অভিযান পরিচালনা করে এক জনকে আটক করা হয়। সন্ত্রাস, মাদক পাচার, চোরাচালান, অবৈধ অস্ত্র সহ সকল কর্মকাণ্ড দমনে এই সংস্থাটির কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে। আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর সারণি ৬ (গ) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।




Archives
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার
Image
তাসকিন-মেহেদীদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে
Image
কুয়াকাটায় পানি ও স্যালাইন হাতে পর্যটক-তৃষ্ণার্তদের পাশে ছাত্রলীগ
Image
বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫
Image
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার