Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৯, ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকারে মঞ্চ ছাড়লেন অপ্রস্তুত জায়েদ খান 
Monday June 26, 2023 , 6:49 pm
Print this E-mail this

অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়

দর্শকের ‘ভুয়া ভুয়া’ চিৎকারে মঞ্চ ছাড়লেন অপ্রস্তুত জায়েদ খান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিউইয়র্কে অনুষ্ঠিত ঢালিউড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ঢাকাই সিনেমার বেশ সমালোচিত নায়ক জায়েদ খানকে দেখেই ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন দর্শকরা। সেখানে দর্শকরা তাকে ভালোভাবে গ্রহণ করেনি। রোববার (২৫ জুন) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রথম পর্ব মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে যাওয়া তারকাশিল্পী-মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন, জেমস, তাহসান এবং চিরকুট ব্যন্ডের শিল্পী সুমীসহ একঝাঁক তারকা শিল্পী অনুষ্ঠানে অংশ নেন। হাজার হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের শেষভাগে এসে দর্শকেরা বিরক্ত হয়ে পড়েন। উপস্থাপক ও অভিনেতা সাজু খাদেম জায়েদ খানকে মঞ্চে আহ্বান জানালে শত শত দর্শক একসঙ্গে তাকে ‘ভুয়া….ভুয়া’ বলে চিৎকার করতে থাকেন। তখন অনুষ্ঠানের আয়োজক শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম খান দর্শকদের উদ্দেশ্যে বলেন, বাড়িতে অতিথি এলে তাকে সম্মান করতে হয়। নিশ্চয় আমরা সেটা করবো। এরপর জায়েদ খান নবাগত নায়িকা প্রিয়ামনিকে সঙ্গে নিয়ে মঞ্চে আসেন। এরপরও দর্শকেরা তাকে ভুয়া বলতে থাকেন। কিন্তু জায়েদ খান তাতে কর্ণপাত না করে নাচের বদলে একটি গানের কয়েক লাইন গেয়ে মঞ্চ ছেড়ে যান। জানা গেছে, ২১তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের দ্বিতীয় পর্ব ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১ জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। ঢাকা থেকে যাওয়া একঝাঁক তারকাশিল্পী অংশ নেবেন সেখানে। এদিকে কয়েক দিন ধরে জায়েদ খানকে আমন্ত্রণ জানানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন ওমর সানী। সরাসরি নাম না নিয়ে ‘কাউয়া’ উল্লেখ করে এই অভিনেতাকে আক্রমণ করেছেন তিনি। এক সময় সুসম্পর্ক থাকলেও গত বছর ওমর সানী ও জায়েদ খানের মধ্যে জটিল অবস্থার তৈরি হয়। যার কেন্দ্রে ছিলেন মৌসুমী। এর আগে জায়েদের বিরুদ্ধে অভিযোগ এনে ভিডিও বার্তা দেন আরেক নায়িকা পপি। তা সত্ত্বেও পপির দুই আত্মীয় মৌসুমী-ওমর সানীর সঙ্গে জায়েদের সুসম্পর্ক ছিল। তবে তা গত বছর চিড় ধরে।

ভিডিও সূত্র : সময়




Archives
Image
দুর্গাপূজায় ৫ কোটি টাকার অনুদান দিচ্ছে সরকার
Image
সৈকতে নারী পর্যটকদের গোসলের ভিডিও ধারণ, যুবকের সাজা
Image
বরিশালে র‍্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
Image
১৭ বিয়ের অভিযোগে ডিএফও কবির হোসেন সাময়িক বরখাস্ত
Image
পুলিশের বিছানায় বসে ভাত খাচ্ছেন আসামি ‍যুবলীগ নেতা