তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি-ফারুকী
তিশা-ফারুকীর ঘরে আসছে নতুন অতিথি
মুক্তখবর বিনোদন ডেস্ক : খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিবারে নতুন অতিথি আসছে। বাবা হতে চলেছেন তিনি। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা প্রথমবার সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ খুশির খবর জানান মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তিনি লিখেছেন, তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে। এই নির্মাতা সুখবর দেওয়া পোস্টে আরো যুক্ত করেছেন, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভুতিই আসলে। বেশ কিছুদিন ধরে তিশাকে এবং আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, তিশাকে কেনো কোথাও দেখা যাচ্ছে না? সে কেনো সবকিছুতে অনুপস্থিত? অনুপস্থিত কারন আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি। কিছুক্ষণ পরে অবশ্য একইভাবে মা হতে যাওয়ার খবর ফেসবুকে জানিয়েছেন নুসরাত ইমরোজ তিশা। নুসরাত ইমরোজ তিশা ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন।