Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ১৯, ২০২৬ ১২:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তারেক রহমানের বরিশালে আগমনী জনসভায় জনসমাগম অতীতের সব রেকর্ড ভাঙবে 
Sunday January 18, 2026 , 6:31 pm
Print this E-mail this

সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত

তারেক রহমানের বরিশালে আগমনী জনসভায় জনসমাগম অতীতের সব রেকর্ড ভাঙবে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে মহাসমাবেশের জনসমাগম অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে জানিয়েছে বিএনপি নেতারা। ২৬ জানুয়ারির মহাসমাবেশ সফলভাবে সম্পন্ন করতে রোববার (জানুয়ারি ১৮) বিকেলে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ কথা জানান নেতারা। এসময় বরিশাল বিভাগের ৮টি সাংগঠনিক জেলার নেতাকর্মীসহ ২১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নেতাকর্মীরা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় বক্তব্য দেন, বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, বরিশাল-৬ আসনের প্রার্থী আবুল হোসেন খান, ভোলা ৩ আসনের মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ। বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সভাপতিত্বে এবং সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুর সঞ্চালনায় এই সভা হয়। ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের বিএনপির প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বাংলাদেশের জনগণ ভোট দেওয়া ভুলে গিয়েছিল। গত ১৬ বছরে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশবাসী নেতৃত্বে মাফিয়া হাসিনার পতন হয়েছে। গণতন্ত্রহীন বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হয়েছে। আশা করি সবাই ধানের শীষে ভোট দেবেন, যার মধ্য দিয়ে দেশের উন্নয়ন হবে। তিনি আরও বলেন, বরিশাল বিএনপির ঘাঁটি। এখানে প্রতিটা জেলার জনপ্রতিনিধিরা প্রতিযোগিতামূলকভাবে জনগণ নিয়ে বের্লসপার্ক মাঠে উপস্থিত হবেন। আশা করছি অতীতের সব রেকর্ড ভেঙে একটি বিশাল জনসমুদ্র পরিণত হবে।




Archives
Image
তারেক রহমানের বরিশালে আগমনী জনসভায় জনসমাগম অতীতের সব রেকর্ড ভাঙবে
Image
জাতীয় শিক্ষা সপ্তাহে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত মো: জসিম উদ্দিন
Image
বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক
Image
আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রধান উপদেষ্টা
Image
শীতের রাতে চুলকানি বাড়ে কেন? জানুন সমাধান