Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি”-এই স্লোগানে বরিশালে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন 
Tuesday February 4, 2020 , 7:10 pm
Print this E-mail this

“তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি”-এই স্লোগানে বরিশালে ২ দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান থেকে তথ্য পেতে যেন কোন ধরনের ভোগান্তি পোহাতে না হয় সে কারণেই প্রধানমন্ত্রী দেশে তথ্য মেলার আয়োজন করেছিলেন। এরই ধারাবাহিকতায় মানুষকে সচেতন করতেই তথ্য মেলার এই আয়োজন। আজ মঙ্গলবার নগরীর অশ্বিনী কুমার হলে আয়োজিত দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জেলা প্রশাসক বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সু-শাসন বাস্তবায়ন করা গেলে সমাজ থেকে দুর্নীতি উঠে যাবে। এজন্য আমাদের সবে ধরনের অনিয়ম দূর করতে হবে। এসময় তথ্য ও নাগরিক অধিকার সম্পর্কে জানার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। আজ সকাল ১১ টায় “তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার, তথ্যই শক্তি দুর্নীতি থেকে মুক্তি”-এই স্লোগানে বরিশাল সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে ও বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় সনাক সভাপতি প্রফেসর (অবঃ) শাহ সাজেদার সভাপতিত্বে তথ্য মেলা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আঃ রাকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সনাক সদস্য সাইফুর রহমান মিরন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় দুর্নীতি বিরোধী চিত্রাংকন প্রতিযোগিতা। বিকালের পর্বে রয়েছে তথ্য ভাণ্ডার ডকুমেন্টারি উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পূর্বে প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান অতিথিদের সাথে নিয়ে অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সদস্য ও তথ্য মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভংকর চক্রবর্তী। উল্লেখ্য, মেলায় সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, টিআইবি, ব্র্যাক, ডাক বিভাগ, কৃষি অধিদপ্তরসহ ১৭টি স্টল অংশ নিচ্ছে।




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
Image
৫ লাখ লিফলেট বিলি করছে বিএনপি, কী আছে এতে?
Image
মিল্টন সমাদ্দারের স্ত্রী ডিবিতে