Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ১৪, ২০২৫ ৪:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ট্যাংকার বিস্ফোরণ : ভাসমান তেল অপসারণ করছে কোস্টগার্ড 
Tuesday July 4, 2023 , 1:09 pm
Print this E-mail this

আনুমানিক ২০ হাজার লিটারের মতো তেল নদী থেকে অপসারণ করা হয়েছে

ট্যাংকার বিস্ফোরণ : ভাসমান তেল অপসারণ করছে কোস্টগার্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর লাগা আগুন নিভে গেছে। এখন উদ্ধারকারী বিভিন্ন সংস্থা পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে নদীর পানিতে ভাসমান তেল অপসারণে কাজ করছে কোস্টগার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, বর্তমানে তারা নদীর বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, যাতে তেল নদীর বিস্তৃত এলাকা নিয়ে ছড়িয়ে না পড়ে। আর যেখানে নদীর পানির সঙ্গে ভাসমান তেল দেখা যাচ্ছে, সেখানেই ওয়েল পলিউশন কন্ট্রোল গিয়ারের মাধ্যমে তা অপসারণ করা হচ্ছে। আধুনিক এ যন্ত্রটি ভালোভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত আনুমানিক ২০ হাজার লিটারের মতো তেল নদী থেকে অপসারণ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। পরে বিষয়টি সেন্ট্রালি অবগত করা হবে। উল্লেখ্য, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলের ট্যাংকারে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। সোমবার (জুলাই ৩) উদ্ধার অভিযান শেষ করার এক ঘণ্টার মাথায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একই জাহাজে আবার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। আর এ পুরো ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু ও ১৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।




Archives
Image
বরিশালে অনশন ভাঙেননি শিক্ষার্থীরা, ফিরে গেলেন স্বাস্থ্যের মহাপরিচালক
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন