Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৪:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টিকিট নেই, ফ্লোরে বসেই সিনেমা দেখলেন নায়িকা 
Saturday July 30, 2022 , 11:18 pm
Print this E-mail this

মুক্তির প্রথম দিনেই ‘হাওয়া’র বাজিমাত, অগ্রিম টিকিট বিক্রির হিড়িক

টিকিট নেই, ফ্লোরে বসেই সিনেমা দেখলেন নায়িকা


মুক্তখবর বিনোদন ডেস্ক : শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’। গভীর সমুদ্রে চিত্রায়িত মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটির পোস্টার, ট্রেলার ও গান প্রচারে আসার পরই মুগ্ধতা ছড়িয়েছে। শুধু তাই নয়, সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির হিড়িকও পড়েছে। দেখা দিয়েছে টিকিটের সংকটও। আর মুক্তির প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার ঢাকার একাধিক হলে সিনেমাটি হাউজফুল যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে টিকিট সংকটে ‘হাওয়া’র নায়িকা নাজিফা তুষিও হলের ফ্লোরে বসেই সিনেমাটি উপভোগ করেছেন। ফ্লোরে বসে ছবি দেখার বিষয়ে তুষি জানালেন, সবাই জানেন, হাওয়া ছবির কয়েকদিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। হাওয়া টিম বেশ কয়েকটি হলে ঘুরছি, সিনেপ্লেক্সেও গেছি। সেখানে তো হলভর্তি দর্শক। কোনো সিট তো ফাঁকা নেই। তাই সবার সঙ্গে ফ্লোরে বসেই ছবি উপভোগ করেছি। আমার সঙ্গে আরও অনেকেই সিঁড়িতে বসেই দেখছেন। ওই মুহূর্ত ফ্রেমবন্দি করে একজন ছবিটি দিলে আমি ফেসবুকে শেয়ার করি। দেশের ২৪টি হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’। ছবিটি স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় প্রতিদিন চলছে ২৬ শো, যা সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড বলছে স্টার কর্তৃপক্ষ। রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’র দৈনিক ১৩টি শো থাকছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন।তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

দেশের ২৪ সিনেমাহলে শুক্রবার মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাওয়া’, যে সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহের অন্ত ছিলো না গেল কয়েকদিন ধরে। ছবিটির পোস্টার, ট্রেলার এবং গান মুক্তির পর দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এটি, সামাজিক যোগাযোগমাধ্যমে রীতমেতা ঝড় ওঠে। শুধু তাই নয়, সিনেমা মুক্তির এক সপ্তাহ আগেই অগ্রিম টিকিট সোল্ড আউট হয়ে যায়। গতকাল শুক্রবার সিনেমাটি মুক্তির পর হলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে প্রত্যেকটা শো ছিল হাউজফুল। সিনেমাহলগুলোতে যেন ‘হাওয়া উৎসব’ চলছে। বেশির ভাগ দর্শকই ছবিটি নিয়ে ইতিবাচক রিভিউ দিয়েছেন। মুক্তির প্রথম দিনেই শোবিজ অঙ্গনের বহু তারকা সিনেমাটি দেখতে হাজির হয়েছেন সিনেপ্লেক্সে। এ তালিকায় রয়েছেন আফরান নিশো, তানভিন সুইটি, নাজিয়া হোক অর্ষা, সাফা কবির, মৌসুমি হামিদ, আজমেরী হোক বাঁধন, সুনেহরা বিনতে কামাল, খায়রুল বাসার প্রমুখ। এছাড়াও ছিলেন হাওয়া সিনেমার পুরো টিম অর্থাৎ চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার প্রমুখ।আজমেরী বাঁধন বলেন, ‘ভালো লাগার কথা ভাষায় প্রকাশ করতে পারছি না। মনে হয়, এই রেশ অনেক দিন রয়ে যাবে।’ অভিনেত্রী তানভীন সুইটি বলেন, ‘সকাল সকাল এসে এত সুন্দর একটি সিনেমা দেখলাম! আমার কাছে মনে হয়েছে, এই “হাওয়া” সিনেমার হাওয়াকে বদলে দেবে।’ রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে বিকেলের শো দেখে এক দর্শক তার মন্তব্য জানাতে গিয়ে বলেন, ‘অনেক সুন্দর ছবি। সমুদ্রে একটি নৌকার মধ্যে কী সুন্দর গল্প বলেছেন পরিচালক। মনে হচ্ছিল যেন একসুতায় মালা গেঁথেছেন।’ রাজধানীর বাইরেও যেন এ হাওয়া বয়ে চলেছে। গ্র্যান্ড সিনেপ্লেক্স সিলেটে ‘হাওয়া’ দেখে বেরিয়ে এক দর্শক তার ফেসবুকে লিখেছেন, ‘“হাওয়া” দেখলাম সিলেটের প্রথম সিনেপ্লেক্সের প্রথম প্রদর্শনীতে। এককথায় মেজবাউর রহমান সুমনের ভালো নির্মাণ “হাওয়া”। চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষিসহ সবার অভিনয় ছিল দুর্দান্ত। হলভর্তি বেশির ভাগ দর্শককে সন্তুষ্ট প্রকাশ করতে দেখেছি।’ খুলনার ৪০০ আসনের শঙ্খ সিনেমাহলে প্রতিদিন চারটি করে শো চলছে ‘হাওয়া’র। হলের দায়িত্বে থাকা কামাল হোসেন বলেন, ‘এ পর্যন্ত তিনটি শো শেষ হয়েছে। সব কটিই হাউসফুল। সিনেপ্লেক্সগুলোর মতো এখানে অত বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়নি। তবে আগামী ১ আগস্ট পর্যন্ত বেশ কিছু আগাম টিকিট বিক্রি হয়েছে। সকালের সূর্য দেখলে দিনটা কেমন যাবে বোঝা যায়, মনে হচ্ছে ছবিটি ভালোই যাবে।’ স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ২৭টি শো চলছে ‘হাওয়া’র। এ ছাড়া ব্লকবাস্টার সিনেমাসে ১৩টি, লায়ন সিনেমাসে ৮টি করে শো চলছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিন সব কটিই ছিল হাউসফুল। এসব প্রেক্ষাগৃহে আগামী কয়েক দিনের সব টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। ব্লকবাস্টার সিনেমাসের মার্কেটিং বিভাগের সহকারী ব্যবস্থাপক মাহবুব রহমান বলেন, ‘১৩টি করে শো চালাচ্ছি। সব হাউসফুল। আগামীকাল পর্যন্ত কোনো টিকিট নেই।’




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ