Current Bangladesh Time
রবিবার এপ্রিল ২৮, ২০২৪ ৮:৪১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে স্মৃতি বাস দুর্ঘটনা : চালকসহ ৩ জনের নামে পুলিশের মামলা 
Monday July 24, 2023 , 8:14 pm
Print this E-mail this

অতিরিক্ত যাত্রীবোঝাই করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে

ঝালকাঠিতে স্মৃতি বাস দুর্ঘটনা : চালকসহ ৩ জনের নামে পুলিশের মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠিতে ‘বাশার স্মৃতি পরিবহন’ নামে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় বাসের চালক মোহন খানসহ তিনজনের নামে মামলা করেছে পুলিশ। রোববার (২৩ জুলাই) রাতে ঝালকাঠি সদর থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে এ মামলা করেন। আসামিরা হলেন, বাসের চালক মোহন খান (৪০), সুপারভাইজার মো: ফয়সাল (৩২) এবং হেলপার আকাশ (১৮)। ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট এসএম জসিম উদ্দীন বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী অতিরিক্ত গতিতে বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনায় জীবন ও সম্পত্তির ক্ষতি হলে চালক ও তার সহযোগীদের তিন বছর কারাদণ্ড অথবা তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। দুর্ঘটনায় আহত বা প্রাণহানি হলে অনধিক ৫ বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। ঝালকাঠি থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, আহত বা নিহতদের পরিবারের থেকে কেউ মামলা না করায় পুলিশ মামলা করেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, শনিবার সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালে যাওয়ার পথে ঝালকাঠির ছত্রকান্দায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে ১৭ যাত্রী নিহত এবং ২৫ জন আহত হয়।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ